তরুণীকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের কড়া সাজা চেয়ে গোর্খা ছাত্র সংগঠনের ডাকে তিনসুকিয়ায় বন্ধ পালিত হল। ২৮ এপ্রিল মার্গারিটা থেকে চম্পা ছেত্রী নামে এক ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। পরে দিহিং নদীর পাশে তাঁর মৃতদের উদ্ধার করা হয়। ঘটনায় অভিযুক্ত মইনুল আলি ও বিশ্বজিৎ ক্ষত্রীকে ধরে পুলিশ। তাদের কঠোর সাজা চেয়ে বন্ধ ডাকা হয়েছিল। পুলিশ জনাপঞ্চাশেক আন্দোলনকারীকে আটক করে। গুয়াহাটিতেও গোর্খা ছাত্র সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদসভা হয়। সেখানে হাজির ছিল তিনবার এভারেস্টজয়ী আনসু জানসেনপা, মডেল রেবতী ছেত্রী। এ দিকে নগাঁও জেলার সামাগুড়িতে ছাওনা লোহার নামে এক ব্যক্তি কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।