সর্বানন্দ সোনোয়াল
এ বার আর মোদী-মুখ নয়, অসমের বিধানসভা ভোটে সরাসরি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সর্বানন্দ সোনোয়ালকে সামনে রেখে ভোট লড়বে বিজেপি।
২০১৪ সালে দেশের রাজনীতিতে ঝড় তুলে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে যে ক’টি বিধানসভা ভোট হয়েছে তার কোনওটিতেই বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে তুলে ধরে ভোট লড়েনি। জয়ের পরে বেছে নেওয়া হয়েছে নতুন মুখ্যমন্ত্রী। দিল্লিতেও প্রথম দফার ভোটে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে সামনে আনেনি। দ্বিতীয়বারে অবশ্য কিরণ বেদীকে টিকিট দিয়ে লড়তে নামায় বিজেপি। ঘোষণাও করে, জিতলে কিরণই মুখ্যমন্ত্রী। যদিও প্রথম পর্বের ফলের পরে বিজেপি নেতৃত্ব বুঝতেই পেরেছিল জয় সহজ হবে না। বিহারের মতো ‘হাই প্রোফাইল’ নির্বাচনেও আনা হয়েছিল সেই একটাই মুখ, নরেন্দ্র মোদী। নীতীশ কুমার বনাম নরেন্দ্র মোদীর সেই সরাসরি দ্বৈরথে কার্যত ল্যাজেগোবরে হতে হয় মোদীকে। দলের মধ্যেই তাঁর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে।
আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে অসমেই বিজেপির ক্ষমতা দখলের সম্ভাবনা রয়েছে। সে কারণে এখানে আর মোদীর মুখ না এনে সরাসরি স্থানীয় নেতাকেই লড়াইয়ের মুখ হিসেবে তুলে ধরার সিদ্ধান্ত হয়। বেছে নেওয়া হয় সর্বানন্দকেই। কার্যত এই লড়াইয়ে যে তাঁকেই নেতা হিসেবে তুলে ধরা হবে তা বিহার ভোটের ফলাফল সামনে আসার পর, নভেম্বরের শেষ দিকেই ঠিক করা হয়। সেই পরিকল্পনা মতো কেন্দ্রীয় মন্ত্রী পদে তাঁকে রেখেও অসম রাজ্য বিজেপি-র সভাপতি পদে ফিরিয়ে আনা হয় সর্বানন্দ সোনোয়ালকেই।
আজ দিল্লিতে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক শেষে অসমে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সর্বানন্দের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ না়ড্ডা। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। লোকসভা ভোটে অসমে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে কেন্দ্রে মন্ত্রী করা হয়। বিজেপি নেতৃত্ব রাজ্যবাসীর আবেগের কথা মাথায় রেখে সেই সোনোয়ালকেই এগিয়ে দিলেন।