অবিনাশ ছিকারা।
টিউশনের টাকায় বি টেক-এর পড়াশোনার খরচ চালাতেন। সেই যুবকই অ্যামাজনে বার্ষিক ৬৭ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পেলেন।
অবিনাশ ছিকারা। হরিয়ানার সোনিপতের ক্রাবেরি গ্রামের বাসিন্দা। কৃষক পরিবারে বেড়ে ওঠা অবিনাশ শৈশব থেকেই অনটনের সঙ্গে লড়াই চালিয়ে এসেছেন। দীনবন্ধু ছোটু রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ থেকে বি টেক করছেন অবিনাশ।
কলেজের পড়াশোনার খরচ চালানোর জন্য টিউশন শুরু করেন অবিনাশ। তিনি বলেন, “পরিবারের আর্থিক সঙ্গতি না থাকার কারণে অনেক লড়াই করতে হয়েছে। একটা সময় বিশ্ববিদ্যালয়ের মাইনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। নিজে টিউশন করে সেই টাকা অর্ধেক মিটিয়েছি।”
অ্যামাজনে ইন্টার্নশিপের জন্য আবেদন করেন অবিনাশ। ২ লক্ষ ৪০ হাজার টাকায় ইন্টার্নশিপ করেন তিনি। ইন্টার্নশিপ শেষে তাঁকে বার্ষিক ৬৭ লক্ষ টাকার প্যাকেজের চাকরির প্রস্তাব দিয়েছে অ্যামাজন।