অ্যামোনিয়া ভর্তি একটি ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করে মারা গেলেন ছ’জন। অসুস্থ শতাধিক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায়।
পুলিশ সূত্রে খবর, অ্যামোনিয়া গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি লুধিয়ানার দিক থেকে আসছিল। ট্যাঙ্কারটির রেজিস্ট্রেশন নম্বর গুজরাতের হওয়ায় প্রাথমিক ভাবে পুলিশের অনুমান সেটি গুজরাতেই যাচ্ছিল। পথে একটি খাল পেরতে গিয়েই হয় বিপত্তি। লুধিয়ানা থেকে ২৫ কিলোমিটার দূরে ডোরাহা বাইপাস রোডে ওই খালের উপরের ফ্লাইওভারে ট্যাঙ্কারটি আটকে যায়। মুহূর্তের মধ্যেই লিক করতে থাকে অ্যামোনিয়া। নিঃশ্বাসের সঙ্গে সেই গ্যাস শরীরে ঢুকতে থাকায় অসুস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। অসুস্থ শতাধিক মানুষকে ডোরাহা, খন্না এবং লুধিয়ানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
ডোরাহার পুলিশ কর্তা রাজেশকুমার সুদ বলেছেন, “নিহতদের দেহ লুধিয়ানার হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্তলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।”