সীমান্ত নিয়ে ফের বাগ্যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত ও চিন। সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একটি অনুষ্ঠানে বলেন, ‘‘চিন মায়ানমার পর্যন্ত ম্যাকমোহন লাইন মানতে রাজি। কিন্তু তার পরে আর রাজি নয়। তারা অরুণাচলের তাওয়াংকেও চিনের অংশ বলে দাবি করে।’’ ১৯১৪ সালে ম্যাকমোহন লাইনকে ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে সীমান্ত হিসেবে মেনে নেয় তৎকালীন ব্রিটিশ, তিব্বতি ও চিনা সরকার। কিন্তু চিনের কমিউনিস্ট শাসনতন্ত্র গোড়া থেকেই ওই সীমান্ত মানতে রাজি হয়নি। ডোভালের কথার জবাবে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, ‘‘ম্যাকমোহন লাইন বেআইনি। আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যা মেটাতে চায় চিন।’’