উন্নত চিকিৎসার জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতাল থেকে শিলচর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হল বিধায়ক সিদ্দেক আহমদকে। করিমগঞ্জের হাসপাতালের জেল হেফাজতে থাকা সিদ্দেককে এ দিন দুপুরে আদালতের অনুমতি নিয়ে শিলচরে নিয়ে যাওয়া হয়। নেতাকে দেখতে ওই সময় করিমগঞ্জে হাজির ছিলেন কয়েকশো সমর্থক। করিমগঞ্জের এসিজেএম আদালত ৩০ এপ্রিল সিদ্দেককে জেল হেফাজতে পাঠিয়েছিল। বিধায়ককে প্রথমে করিমগঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ বোধ করেন সিদ্দেক। তাঁকে সে দিনই করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে উন্নত চিকিৎসার সুবিধা না থাকায় এ দিন সিদ্দেককে শিলচরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত কাল করিমগঞ্জের আদালতে ওই বিধায়কের জামিনের আর্জির শুনানির কথা থাকলেও তা হয়নি। তিন বারের বিধায়ক তথা রাজ্যের সমবায় বিভাগের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ এখন জেল হাজতে। যদিও অসুস্থতার জন্য তিনি ভর্তি রয়েছেন শিলচরের হাসপাতালে। একই মামলায় তাঁর দুই ভাই— আব্দুল সহিদ ও সাব্বির আহমেদও বন্দি করিমগঞ্জের সংশোধনাগারে। পরিবারের দু’একজন ছাড়া কেউই তাঁদের খোঁজ নেননি। সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সিদ্দেকের দুই ভাই রয়েছেন করিমগঞ্জ কারগারের তিন নম্বর সেল-এ। সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে বসে খাবার খেতে হচ্ছে তাঁদের। প্রশাসনিক সূত্রে খবর, অন্য দিকে, হাসপাতালের বিছানায় শুয়ে ফল, দুধ, বাড়ির রান্না করা খাবার খাচ্ছেন সিদ্দেক।