করোনার বাড়বাড়ন্তে রাজধানী-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল। ছবি: সংগৃহীত
অনির্দিষ্টকালের জন্য রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দেশ জুড়ে কোভিড সংক্রমণের লাগামছাড়া বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ মে অর্থাৎ রবিবার থেকে রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেস-সহ প্রায় ২৮টি ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
দেশে দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ৪ লক্ষ ছাড়িয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় রেলের যাত্রীসংখ্যা অনেকটাই কমে গিয়েছে। লোকসান ঠেকাতেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন ভারতীয় রেলের এক আধিকারিক। রাজধানী, দুরন্ত ছাড়াও কালকা, অমৃতসর, দেরাদুন, চণ্ডিগড় ট্রেন বাতিল করা হয়েছে।
সংক্রমণে লাগাম টানতে বৃহস্পতিবার থেকেই রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। আগামী ১৪ দিনের জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে, জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। এর আগেও করোনা আবহে গোটা দেশ জুড়ে বন্ধ ছিল রেল পরিষেবা। আট মাস বন্ধ থাকার পর গত ১১ নভেম্বর চালু হয়েছিল লোকাল ট্রেন।