বিরসা মুন্ডার জন্মদিনটিকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করছে মোদী সরকার
দেশের জনজাতি মানুষের উন্নয়নে কংগ্রেস কোনও পদক্ষেপ করেনি— এই অভিযোগ করতে গিয়ে বিরসা মুন্ডার জন্মদিনকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সঙ্গেই তাঁর দাবি, জনজাতি অধ্যুষিত পিছিয়ে পড়া জেলাগুলির উন্নতির জন্য তাঁর সরকার ঝাঁপিয়ে পড়েছে।
আজ বিরসা মুন্ডার জন্মদিনটিকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করছে মোদী সরকার। মধ্যপ্রদেশে এ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আজ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। একটি অনুষ্ঠানে মোদী বলেন, ‘‘এর আগের সরকারগুলি দেশের জনজাতি মানুষের প্রাপ্য মেটায়নি। জীবনযাপনের মূল বিষয়গুলি থেকেই তাঁদের বঞ্চিত রাখা হয়েছে। জনজাতি অধ্যুষিত যে একশোটি জেলা কংগ্রেসের শাসনে পিছিয়ে ছিল, এখন সেগুলির উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে সরকার।’’ তাঁর কথায়, ‘‘২০১৪ সালে দেশের মানুষ যখন আমাকে সেবা করার সুযোগ দিয়েছিল, তখন থেকেই আমি জনজাতি সমাজের কল্যাণকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এসেছি। আজ জনজাতি সমাজের প্রতিটি ব্যক্তি দেশের বিকাশে তাঁদের প্রাপ্য সুযোগ পাচ্ছেন।’’ প্রধানমন্ত্রী জানান, গাঁধী জয়ন্তী, অম্বেডকর জয়ন্তীর মতোই এখন থেকে বিরসা মুন্ডার জন্মদিনকেও দেশে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হবে।
জনজাতিদের স্বার্থে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বেশ কিছু প্রকল্পেরও আজ উদ্বোধন করেছেন মোদী। এর মধ্যে রয়েছে ‘রেশন আপকে গ্রাম’ নামে একটি প্রকল্প, যেখানে প্রতিমাসে জনজাতি মানুষদের
গ্রামে রেশন পৌঁছে দেওয়া হবে। জনজাতি মানুষের স্বাস্থ্য সংক্রান্ত একটিপ্রকল্পেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ভোপালে রানী কমলাপতি রেলস্টেশনকে নতুন ভাবে সাজানো হয়েছে। হবিবপুর স্টেশনের নাম বদলে হয়েছে রানী কমলাপতি স্টেশন। প্রায় ৪৫০ কোটি টাকা খরচ করে স্টেশনটিতে আন্তর্জাতিক বিমানবন্দরের মতো পরিষেবা দেওয়ারচেষ্টা হয়েছে। আজ মধ্যপ্রদেশে গিয়ে বিশ্বমানের এই মডেল স্টেশনটিও উদ্বোধন করেন মোদী।
বিরসা মুন্ডার জন্মদিনে রাঁচীতে তাঁর একটি নামে একটি সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। ভার্চুয়াল অনুষ্ঠানে এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে স্বাধীনতা আন্দোলনে বিরসা মুন্ডার ভূমিকার কথা তুলে ধরেন মোদী। বলেন, ‘‘বিরসা মুন্ডা খুব বেশিদিন বেঁচে থাকেননি। তবে ভারতের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশ করে গিয়েছেন তিনি।’’ বিরসা মুন্ডার জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও। স্বাধীনতা সংগ্রামে এই জনজাতি নেতার ভূমিকার কথা তুলে ধরে টুইট করেছেন রাহুল।