—প্রতীকী ছবি।
আপের পর কংগ্রেস। বৈদ্যুতিন ভোটযন্ত্রে (ইভিএম) যে কারচুপি করা যায়, সে কথা বুধবার নাকি আবার প্রমাণ করে দেওয়া হবে। সেই লক্ষ্যে বুধবার সাংবাদিক সম্মেলন ডাকলেন কংগ্রেস নেতা শেহজাদ পুনাওয়ালা। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আগামী কাল সেই সাংবাদিক সম্মেলনে শেহজাদ পুনাওয়ালার ভাই তেহসিন পুনাওয়ালা এবং সমাজকর্মী ভিভি রাও ইভিএম কারচুপির প্রমাণ দেবেন বলে জানানো হয়েছে।
ভিভি রাও ‘ইলেকশন ওয়াচ’-এর আহ্বায়ক। সুপ্রিম কোর্টে ইভিএম-এর বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাও এই ভিভি রাও-এরই দায়ের করা। বুধবার কংগ্রেস নেতার ভাই তেহসিন এবং রাও যৌথ সাংবাদিক সম্মেলন করে ইভিএম কারচুপি সংক্রান্ত তথ্য তুলে ধরতে চান। কারচুপির হাতেগরম প্রমাণও নাকি তাঁরা দিতে চান। শেহজাদ পুনাওয়ালা নিজেই বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তেহসিনও অনেকগুলি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘‘ইভিএম কারচুপির হাতেগরম অভিজ্ঞতা যদি পেতে চান এবং যদি জানতে চান কী ভাবে ইভিএমে কারচুপি হয়, তা হলে আগামী কাল সকাল ১১টায় রাও এবং আমার সঙ্গে দেখা করুন।’’
আরও পড়ুন:নকল ইভিএমে কারচুপি করে দেখাল আপ
আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ মঙ্গলবারই দিল্লি বিধানসভায় ডামি ভোটযন্ত্র এনে কারচুপি দেখিয়েছেন। তার পরের দিনই একই ইস্যুতে কংগ্রেসও ময়দানে নামছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, যে ভোটযন্ত্র নিয়ে দিল্লি বিধানসভায় কারচুপির প্রমাণ দেওয়ার চেষ্টা হয়েছে, নির্বাচন কমিশনের ভোটযন্ত্রের সঙ্গে তার অনেক ফারাক।