দুন স্কুল, দেহরাদূন: এই স্কুলের বার্ষিক ফি ৯ থেকে ১০ লক্ষ টাকা। অ্যাডমিশনের সময় দিতে হয় এককালীন সাড়ে তিন লক্ষ টাকা। তা ছাড়া অ্যাডমিশনের সময় ‘সিকিউরিটি ডিপোসিট’ বাবদ জমা রাখতে হয় সাড়ে তিন লক্ষ টাকা। এই স্কুলের প্রাক্তনীরা হলেন রাজীব গাঁধী, রাহুল গাঁধী, হিরো গ্রুপের সুনীল মুঞ্জল এবং পবন মুঞ্জল প্রমুখ।
সিন্ধিয়া স্কুল, গোয়ালিয়ড়: গোয়ালিয়ড় দুর্গের মধ্যে অবস্থিত এই সুপ্রাচীন স্কুল স্থাপিত হয়েছিল ১৮৯৭ সালে। অনেক নামী দামি ব্যক্তিত্বের পথচলা শুরু হয়েছিল এই স্কুল থেকে। এঁদের মধ্যে রয়েছেন মুকেশ অম্বানী, সলমন খান, অনুরাগ কাশ্যপ প্রমুখ। বার্ষিক ফি ৭ থেকে ৮ লক্ষ টাকা।
ইকোলে মোন্ডিয়ালে ওয়ার্ল্ড স্কুল, মুম্বই: মুম্বইয়ের প্রথম আন্তর্জাতিক স্কুল যার বার্ষিক ফি প্রায় ১১ লক্ষ টাকার কাছাকাছি। এই স্কুলে সারা বছর ধরে চলা অনুষ্ঠানগুলি বিশ্বমানের।
উডস্টক স্কুল, মুসৌরি, উত্তরাখণ্ড: মুসৌরির কুইন হিলে অবস্থিত উডস্টক স্কুলটি কো-এড। এই স্কুলের বার্ষিক ফি ৮ থেকে ৯ লক্ষ টাকা। তবে দ্বাদশ শ্রেণির জন্য ফি দিতে হয় প্রায় ১৬ লক্ষ টাকা। সেই সঙ্গে প্রতিষ্ঠানের অন্যান্য খরচ বাবদ জমা রাখতে হয় ৪ লক্ষ টাকা।
মার্সিডিজ বেঞ্চ আন্তর্জাতিক স্কুল, পুণে: পুণের হিঞ্জাওয়াড়িতে অবস্থিত এই স্কুলের বার্ষিক ফি ১৬ লক্ষ টাকার কাছাকাছি। পড়াশোনার মান আন্তর্জাতিক স্তরের। আন্তর্জাতিক ব্যাকালরিয়েট অর্গানাইজেশনে (আইবিও)-র নিয়ম অনুযায়ী এই স্কুলে পড়ুয়াদের তিনটি স্তরে ভাগ করা হয়েছে, কিন্ডারগার্ডেন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পিওআইপি সেকশন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এমওয়াইপি সেকশন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত ডিপি সেকশন।
মেয়ো কলেজ, অজমেঢ়, রাজস্থান: আরাবল্লী পর্বতের পাদদেশে অবস্থিত এই স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে। ভাইসরয় মেয়োর নাম অনুসারে এই স্কুলের এইরকম নামকরণ করা হয়। দেশের প্রাচীনতম স্কুলগুলির মধ্যে অন্যতম এই স্কুলে পড়তে হলে বছরে ফি দিতে হবে ৫ লক্ষ টাকার কাছাকাছি।
ওয়েলহাম বয়েজ স্কুল, দেহরাদূন: হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায় ৩০ একর এলাকা নিয়ে অবস্থিত এই স্কুলটির বার্ষিক ফি প্রায় ৬ লক্ষ টাকা। তা ছাড়া অ্যাডমিশনের সময় বোর্ডিং এবং অন্যান্য খরচ বাবদ আরও এক লক্ষ টাকা জমা রাখতে হয়। এই স্কুলের প্রাক্তনীদের মধ্যে রয়েছেন রবি শঙ্কর আইয়ার, সঞ্জয় গাঁধী, নবীন পট্টনায়ক প্রমুখ।
গুড শেফার্ড আন্তর্জাতিক স্কুল, উটি: নীলগিরির কোলে প্রায় ১৪০ একর এলাকা নিয়ে অবস্থিত এই স্কুলটি স্থাপিত হয়েছিল ১৯৭৭ সালে। পড়াশোনার পাশাপাশি, ক্রিকেট ফুটবল, গল্ফ, স্কোয়াশ, হকি, বাস্কেটবল, ভলিবল সব রকম খেলাধূলার সুব্যবস্থা রয়েছে এই স্কুলে। বার্ষিক ফি প্রায় ৫ থেকে ১০ লক্ষ টাকা।