গত সপ্তাহেই পরিবারতন্ত্র নিয়ে তাঁকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সেই পরিবারের প্রসঙ্গ তুলেই মোদীকে পাল্টা জবাব দিলেন শরদ পওয়ার। মোদীর নাম না করেই এনসিপি প্রধানের মন্তব্য, ‘‘আমার পরিবার নিয়ে এমন এক জন বাঁকা কথা বলছেন, যাঁর নিজেরই পরিবার নেই।’’
গত ১ এপ্রিল মহারাষ্ট্রের ওয়ার্ধায় একটি জনসভায় পওয়ার ও তাঁর দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। পরিবারতন্ত্রে প্রাধান্য দিতে গিয়ে দলের উপরে পওয়ার কর্তৃত্ব হারাচ্ছেন বলে বলে কটাক্ষ করেছিলেন মোদী। বলেছিলেন, ‘‘এখন পওয়ার সাহেবের ভাইপো (অজিত পওয়ার) দলকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। যার জন্য লোকসভা ভোটের আসন বণ্টন করতে গিয়ে ভুগতে হয়েছে এনসিপিকে। পওয়ার নিজের দলেই জমি হারাচ্ছেন।’’ ঘটনা হল, অজিত পওয়ারের ছেলে পার্থের ভোটে দাঁড়ানো দলের অনেক কর্মীই মেনে নিতে পারেননি বলে জোর জল্পনা। সেই প্রসঙ্গ তুলেই শরদকে বিঁধেছিলেন মোদী। পওয়ারের পাল্টা মন্তব্য, ‘‘পরিবারের সঙ্গে থাকার কোনও অভিজ্ঞতা নেই মোদীর। তাঁর পরিবারের লোকজন এখন কোথায় থাকেন, তা তিনি নিজেও জানেন না। সেই ব্যক্তি কিনা আমার পরিবার তুলে কথা বলছেন!’’
পওয়ার কাল মোদীর ওয়ার্ধার সভার প্রসঙ্গও তুলেছেন। বলেছেন, ‘‘বলা হচ্ছে আমার ভাইপো নাকি দলের নিয়ন্ত্রণ নিতে চাইছেন বলে পরিবারে ভাঙন ধরেছে। আমি ওঁকে মনে করিয়ে দিতে চাই যে, আমরা তিন ভাই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছি, মা আমাদের জ্ঞানের পাঠ দিয়েছেন।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯