মালারাম জঙ্গলের সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। ছবি- সংগৃহীত
বৈদ্যুতিন পোস্টে ঝুলন্ত অবস্থায় মিলল এক লেপার্ডের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গিয়েছে লেপার্ডটি। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার নিজামাবাদ জেলার মালারাম জঙ্গলের সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন- বাঙালির সাধের মুগলসরাইয়ের নামবদল!
জঙ্গল থেকে লোকালয়ে বন্যপ্রাণীদের চলে আসাটা তেলঙ্গানার মালারাম এলাকার বাসিন্দাদের কাছে যেন নিয়মমাফিক ঘটনা। অনেক সময় গবাদিপশুদের উপর হামলা করে গ্রামবাসীদের হাতে প্রাণ দিতে হয়েছে তাদের। কিন্তু প্রায় ১২ ফুট উঁচু বৈদ্যুতিন পোস্টের একেবারে মাথায় এ ভাবে কোনও লেপার্ডকে মৃত অবস্থায় দেখে রীতিমতো অবাক গ্রামবাসীরা। লেপার্ডটির অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্নও উঠছে।
তবে বন দফতর জানাচ্ছে, বিদ্যুত্স্পৃষ্ট হয়েই মারা গিয়েছে লেপার্ডটি। সেটির বয়স বছর চারেক হবে। নিজামাবাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার ভিএসএলভি প্রসাদ জানিয়েছেন, গবাদি পশু শিকার করতেই গ্রামে ঢুকেছিল ওই লেপার্ডটি। তবে কী ভাবে সেটি পোস্টের মাথায় উঠেছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।