বৃষ্টিতে বেহাল নিলামবাজার

অল্প বৃষ্টিতেই ডুবছে করিমগঞ্জের নিলামবাজার এলাকা। তাতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। নিলামবাজারের লঙ্গাই রোডে পূর্ত বিভাগের অফিস-সহ গুরুত্বপূর্ণ আরও প্রশাসনিক দফতর রয়েছে। বৃষ্টিতে ওই রাস্তাতেও হাঁটুজল জমে যাওয়ায় সমস্যা পড়তে হচ্ছে সেখানকার কর্মীদেরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০৩:০৭
Share:

বৃষ্টিতে এমনই বেহাল নিলামবাজারের লঙ্গাই রোড। শুক্রবার করিমগঞ্জে শীর্ষেন্দু শীর তোলা ছবি।

অল্প বৃষ্টিতেই ডুবছে করিমগঞ্জের নিলামবাজার এলাকা। তাতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। নিলামবাজারের লঙ্গাই রোডে পূর্ত বিভাগের অফিস-সহ গুরুত্বপূর্ণ আরও প্রশাসনিক দফতর রয়েছে। বৃষ্টিতে ওই রাস্তাতেও হাঁটুজল জমে যাওয়ায় সমস্যা পড়তে হচ্ছে সেখানকার কর্মীদেরও। এ সবের জন্য নিকাশির অভাবকেই দায়ী করচেন এলাকার বাসিন্দারা। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি সঙ্গীন হয়েছে। লঙ্গাই রোডের লাগোয়া দোকানঘরগুলিও জলে থইথই। পূর্ত বিভাগের সহকারী ইঞ্জিনিয়ারের অফিসও ডুবেছে জলে। ভিতরে ঢোকাই যাচ্ছে না। এলাকার মানুষ বলছেন— নিকাশি পরিষ্কারের দায়িত্ব পূর্ত বিভাগেরই। কিন্তু তাঁরা সে সব কাজ ঠিকমতো করেন না বলে এ বার ওই বিভাগের অফিসই জলমগ্ন হয়ে পড়েছে। এনএসইউআই সভাপতি শাজাহান তপাদার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সংশ্লিষ্ট দফতরের তরফে জানানো হয়েছে, সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement