Yogi Adityanath

যোগী রাজ্যে বিজেপি কাউন্সিলরদের মধ্যে মারামারি, মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিয়ো

শুক্রবার উত্তরপ্রদেশের শামলী পুরসভার বোর্ড মিটিংয়ে বসেন কয়েক জন বিজেপি কাউন্সিলর। সেখানে নিজেদের মধ্যে মতের মিল হয়নি। চার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে ওই বৈঠক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৮
Share:

যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

পুরসভা উন্নয়নের টাকার বরাদ্দ নিয়ে বৈঠক। বৈঠকে বসলেন কাউন্সিলররা। বৈঠক শুরু হতেই নিজেদের মধ্যে তর্কাতর্কি, গন্ডগোলে জড়িয়ে পড়লেন কাউন্সিলররা। উত্তরপ্রদেশের শামলী পুরসভার এমন ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজমাধ্যমে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাউন্সিলররা একের অপরের উপরে চড়াও হচ্ছেন। তাঁদের মধ্যে চলছে চড়, ঘুষি এবং লাথি। যোগী আদিত্যনাথের শাসনে এমন ঘটনায় কটাক্ষ চলছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও সেই ভিডিয়ো এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশ করে খোঁচা দিতে ছাড়েননি। তাঁর মতে, যখন উন্নয়নই হয়নি তবে আলোচনা হবে কী নিয়ে। তাই কাউন্সিলররা নিজেদের মধ্যে মারামারি করছেন।

Advertisement

শুক্রবার উত্তরপ্রদেশের শামলী পুরসভার বোর্ড মিটিংয়ে বসেন কয়েক জন বিজেপি কাউন্সিলর। সেখানে নিজেদের মধ্যে মতের মিল হয়নি। চার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে ওই বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রসন্ন চৌধুরী এবং পুরসভার চেয়ারম্যান অরবিন্দ সঙ্গল। বৈঠক চলাকালীন কয়েক জন সদস্যের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা মারামারির পর্যায়ে চলে যায়। বোর্ড মিটিংয়ের ওই ঘটনা ক্যামেরা বন্দি করেন এক কাউন্সিলর। ওই ঘটনার ভিডিয়ো ফুটেজ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। পরে তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমেও। নিজের এক্স হ্যান্ডলে ভিডিয়োটি প্রকাশ করেন অখিলেশ। তিনি লেখেন, ‘‘উন্নয়নের কাজই যখন হয়নি তখন কিসের বৈঠক হবে? তাই শামলী পুরসভার সদস্যরা নিজেদের মধ্যে শারীরিক কসরত করছেন। বিজেপির শাসনের এটাই উদাহরণ। ওই সদস্যদের নিরাপত্তা নিয়ে বৈঠকে আসা উচিত ছিল।’’

ওই ঘটনা সামনে এনে বিজেপি নেতৃত্বের উদ্দেশে খোঁচা দেন অখিলেশ। তিনি বলেন, ‘‘শুধু স্থানীয় প্রশাসনে নয়। কেবল এই ঘটনাটি বাইরে এসেছে। রাজ্যে বিজেপির অন্দরেও এমনটা চলছে। প্রকাশ পাওয়া শুধু সময়ের অপেক্ষা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement