প্রতীকী ছবি।
রিজার্ভ ব্যাঙ্ক নয়। রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে বেরিয়ে এল এ বার ‘চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র ছাপ মারা ২০০০ টাকার ঝকঝকে নোট! আর সেই নোটের যেখানে থাকে সরকারি সিলমোহর, সেখানে দেখা গেল, ছোট্ট একটি চৌকোণা খোপের মধ্যে লেখা, ‘চুরাঁ লাবলে’। যেখানে লেখা থাকে রিজার্ভ ব্যাঙ্কের নাম, ওই জাল নোটের সেখানে লেখা রয়েছে, ‘চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র নাম। আর টাকার জায়গায় লেখা ‘কুপন’। কেন্দ্রীয় সরকারের জায়গায় লেখা ‘বাচ্চোঁ কে সরকার’। আর আরবিআই ছাপের জায়গায় লেখা ‘পিকে’।
আরও পড়ুন- আমেরিকা গেলে আমরা আছি, ভারতকে আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের
দক্ষিণ দিল্লির সঙ্গম বিহারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম থেকে ফেব্রুয়ারির ৬ তারিখ সন্ধ্যায় ৮০০০ টাকা তুলতে গিয়ে এমন অদ্ভুত চেহারার ৪টি ২০০০ টাকার জাল নোট পান স্থানীয় বাসিন্দা একটি বেসরকারি সংস্থার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রোহিত কুমার। ওই এটিএমের নিরাপত্তা রক্ষীকে রোহিত নোটগুলি দেখালে তিনি সঙ্গে সঙ্গে টেলিফোন করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। নির্দেশ পান ওই এটিএম মেশিনটি বন্ধ করে দিতে। তার পর পুলিশ এসে তদন্ত করতে গিয়েও ওই মেশিনটি থেকে জাল নোট বেরিয়ে আসতে দেখে। তার পর থেকে ওই এটিএমটি ‘আউট অফ সার্ভিস’ করে রাখা হয়েছে। দায়ের করা হয়েছে একটি প্রতারণার মামলাও। যিনি ওই মেশিনে শেষ বার টাকা জমা করেছিলেন, তাঁর ছবিও সিসিটিভি ফুটেজ থেকে পেয়েছে পুলিশ।