ভোট দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলি ঘুষ দিতে চাইলে, তিনি ভোটারদের সেই ঘুষ নিতে বলেছিলেন! আর ভোটটা দিতে বলেছিলেন তাঁর দল ‘আপ’-এর প্রার্থীদের। এই ‘অপরাধে’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে মঙ্গলবারের মধ্যেই এফআইআর দায়ের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে এ মাসের গোড়ায় গোয়ায় গিয়ে এক জনসভায় ওই মন্তব্য করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তার জন্য গত ২১ জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে তিরস্কার করেছিল নির্বাচন কমিশন। দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর ওই মন্তব্যে ভোটারদের ঘুষ নিতে প্ররোচিত করেছিলেন বলে নির্বাচন কমিশনের অভিযোগ।
কেজরীবালের টুইট
গত ৮ জানুয়ারি গোয়ায় একটি জনসভায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছিলেন, ‘‘ওরা (‘আপ’ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি) ৫ হাজার টাকা ঘুষ দিতে চাইলে বলুন, ১০ হাজার টাকা দিতে হবে। আর সেই টাকা নেওয়ার সময় দেখে নেবেন, সেগুলি নতুন নোট কি না।’’
আরও পড়ুন- চাঁদে পা-ই রাখেননি নিল আর্মস্ট্রং, বলছে এ বার আমেরিকাই!
দিল্লির মুখ্যমন্ত্রী অবশ্য দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে বলেছেন, ‘‘দুর্নীতি ও ঘুষ প্রথাকে কটাক্ষ করেই ওই মন্তব্য করা হয়েছে। আমি আপনাকে পুনর্বিবেচনার অনুরোধ জানাই। যাতে আমি ফের ওই মন্তব্য করতে পারি, আমাকে তার অনুমতি দেওয়ার জন্যেও অনুরোধ রইল আমার।’’