ভূমিকম্পে ভেঙে পড়ল কাচ, পাঁচিল

সোমবার ভোরের ভূমিকম্পে উত্তর-পূর্ব ভারতের দু’টি বিমানবন্দরের সামান্য ক্ষতি হয়েছে। তার মধ্যে ক্ষতির পরিমাণ বেশি মণিপুরের রাজধানী ইম্ফল বিমানবন্দরের। ভোরে মাটি কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে ইম্ফল বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের কাচ ভেঙে পড়ে। এই বিল্ডিংয়ে বসেই বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসারেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ২০:২১
Share:

ইম্ফলে এএফপি-র তোলা ছবি।

সোমবার ভোরের ভূমিকম্পে উত্তর-পূর্ব ভারতের দু’টি বিমানবন্দরের সামান্য ক্ষতি হয়েছে। তার মধ্যে ক্ষতির পরিমাণ বেশি মণিপুরের রাজধানী ইম্ফল বিমানবন্দরের। ভোরে মাটি কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে ইম্ফল বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের কাচ ভেঙে পড়ে। এই বিল্ডিংয়ে বসেই বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসারেরা। ঘটনার সময়ে ভোরে কেউ সেখানে ছিলেন না। তখনও ওই বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হয়নি। ফলে কাচ ভাঙার ফলে কেউ আহত হননি।

Advertisement

আরও পড়ুন: বিপর্যয়ের ভূমিকম্প

ভূমিকম্পের জেরে ইম্ফল বিমানবন্দরের পাঁচিলও ভেঙেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিমানবন্দরের চারপাশে যে পাঁচিল দেওয়া রয়েছে তার মধ্যে প্রায় ১৫ থেকে ২০টি জায়গায় পাঁচিল ভেঙেছে। অবিলম্বে সেই পাঁচিল সারানোর ব্যবস্থা করা হচ্ছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। ইম্ফলের মতো শিলচর বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের কাচও এ দিন ওই একই সময়ে ভেঙেছে। সেখানেও তখন কেউ ছিলেন না। কেউ আহত হননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement