National News

কে বলল স্ট্রাইক করেছি? সাংবাদিক সম্মেলনে দিল্লির আমলারা

দিল্লি সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, আমলারা সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ‘শিথিলতা’ দেখাচ্ছেন। গত ৪ মাস ধরে তাঁরা নানা অছিলায় ধর্মঘট করে চলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ১৮:৩৭
Share:

দিল্লি আইএএস অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিক সমম্মলনে আমলা মনীষা সাক্সেনা। দিল্লিতে, রবিবার।

এ বার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সরকারের বিরুদ্ধে তোপ দাগল দিল্লির আইএএস অ্যাসোসিয়েশন। জানিয়ে দিল, দিল্লি সরকারের আমলারা কোনও ধর্মঘটে সামিল হননি। রাজনৈতিক উদ্দেশে এ ব্যাপারে তাঁদের ‘শূলে চড়ানো হচ্ছে’।

Advertisement

রবিবার দিল্লির আইএএস অ্যাসোসিয়েশনের তরফে মনীষা সাক্সেনা এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘দিল্লি সরকারের অধীনে কাজ করা আইএএস অফিসাররা কোনও ধর্মঘটে সামিল হননি। তাঁরা রুটিন মেনেই তাঁদের দফতরে বসে কাজ করে যাচ্ছেন। মিটিং করছেন। সরকারি কাজে কেউ দেখা করতে এলে, তাঁদের সঙ্গে দেখা করছেন। এক দফতর থেকে অন্য দফতরে ফাইল চালাচালিও করছেন দিল্লি সরকারের আমলারা।’’

মনীষা বলেন, দিল্লির আইএএস অফিসাররা ধর্মঘটে সামিল হয়েছেন বলে যে খবর রটেছে, তা একেবারেই মিথ্যা। ভিত্তিহীন। সব অফিসারই তাঁদের দফতরে মিটিং করছেন। সব সরকারি দফতরেই (দিল্লি সরকার) কাজ চলছে পুরোদমে। অনেক সময় আমলারা ছুটির দিনেও কাজ করছেন।

Advertisement

দিল্লি সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, আমলারা সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ‘শিথিলতা’ দেখাচ্ছেন। গত ৪ মাস ধরে তাঁরা নানা অছিলায় ধর্মঘট করে চলেছেন।

আরও পড়ুন- কেজরীকে ভুলে দিল্লি মোদীময়​

আরও পড়ুন- পঞ্জাবে কেজরীবালের উত্থান, উদ্বেগে কংগ্রেস​

দিল্লি সরকারের এক আমলা বর্ষা জোশী অবশ্য এ দিন ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘‘আমাদের কাজটা করতে দেওয়া হোক। আমরা ভীত হয়ে পড়েছি। আমাদের শূলে চড়ানো হচ্ছে। আমাদের পুরোপুরি রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে।’’

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল ও তাঁর ক্যাবিনেটের সদস্যদের অভিযোগ, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের পরোক্ষ মদতেই সরকারের সঙ্গে এই ভাবে অসহযোগিতা করে চলেছেন আমলারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement