দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
পর পর দু’দিন ২০ হাজারের কম থাকার পর ফের বাড়ল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন। গত দু’দিন তা ছিল ১৮ হাজারের ঘরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০ জন।
বুধবারের মতো দেশের দৈনিক মৃত্যু বৃহস্পতিবারও ৩০০-র বেশিই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩১১ জন। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৬২ জনের।
দৈনিক আক্রান্তের সংখ্যা কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে সাড়ে পাঁচ হাজার। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৭৭ হাজার ২০ জন।
দেশের মধ্যে সবথেকে বেশি দৈনিক আক্রান্ত কেরলে। তবে আগের থেকে দক্ষিণের এই রাজ্যে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১২ হাজার ১৬১ জন। এর পর রয়েছে মহারাষ্ট্র (৩,১৮৭), তামিলনাড়ু (১,০৮৪) এবং অন্ধ্রপ্রদেশ (১০৮৪)। কর্নাটকে অবশ্য এক সপ্তাহ ধরেই এক হাজারের নীচে থাকছে আক্রান্তের সংখ্যা। ওড়িশায় ৫০০-র ঘরে এবং পশ্চিমবঙ্গে ৬০০/৭০০-র ঘরে অনেকদিন ধরেই দৈনিক সংক্রমণ ঘোরাফেরা করছে। তবে মিজোরামের পরিস্থিতি এখনও লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪১ জন।