দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক কোভিড সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় বাড়ল তিন হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৭ লক্ষ ৬৬ হাজার ৭০৭ জন।
বৃহস্পতিবারের তুলনায় আক্রান্ত বাড়লেও গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১ হাজার ৭৯৬। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৭৫ হাজার ২২৪ জন। এ বছর ফেব্রুয়ারির মাসে সক্রিয় রোগী নেমেছিল দেড় লক্ষের নীচে। তার পর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই তা বাড়তে শুরু করে। মার্চ মাসের শেষ সপ্তাহে তা তিন লক্ষ ছাড়িয়েছিল। প্রায় ছ’মাস পর তিন লক্ষের নীচে নেমেছে সক্রিয় রোগী।
তবে বুধ এবং বৃহস্পতির তুলনায় দৈনিক মৃত্যু কম হয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৭৭ জন। কোভিড অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৩৩৯ জনের।
আক্রান্ত কেরলে সবথেকে বেশি হলেও গত কয়েক দিন ধরে তা ১৫ হাজারের আশপাশে রয়েছে তা। মহারাষ্ট্র (৩,০৬৩), তামিলনাড়ু (১,৬১২), অন্ধ্রপ্রদেশ (১,০১০), কর্নাটকে (৯৩৩) দৈনিক আক্রান্ত একই গণ্ডিতেই থাকছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতেও তা। উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মিজোরামের অবস্থা এখনও খারাপ। গত ২৪ ঘণ্টাতেও সে রাজ্যে ১ হাজার ১৭০ জন আক্রান্ত হয়েছেন।