দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক সংক্রমণ গত দু’দিনে কিছুটা কমেছে। বৃহস্পতিবার ১৩ হাজার, শুক্রবার ১২ হাজারের পর শনিবার ১১ হাজারের ঘরে তা নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ২৬ হাজার ৩৬ জন।
আক্রান্তের সংখ্যা কমলেও গত দু’দিনে কমেনি মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এ মধ্যে ৪৭১ জনই কেরলের। মহারাষ্ট্রে ৪১ এবং পশ্চিমবঙ্গে ১৪। বাকি সব রাজ্যে তা ১০-এ কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার ২৪৫ জনের।
দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ হাজার ১০৮। দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮ জন।