COVID-19

মহারাষ্ট্র এবং কেরলে ফের সংক্রমণ বৃদ্ধির মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা, শেষের পথে কোভিড

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৯৯ জন। তার মধ্যে মহারাষ্ট্র এবং কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ।

Advertisement

, সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ১১:৫৭
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশে করোনা অতিমারির প্রভাব শেষ হওয়ার পথে। রবিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। একই সঙ্গে রাজনীতি থেকে এই অতিমারিকে দূরে রাখাই উচিত বলে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী যখন এই দাবি করছেন, তখনই দেখা যাচ্ছে মহারাষ্ট্র, কেরলে-সহ বেশ কয়েকটি রাজ্যে চিত্রটা ঠিক উল্টো। দেশের মধ্যে এই দুই রাজ্যে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। দেশের মোট দৈনিক সংক্রমণ যা, বর্তমানে তার প্রায় ৮০ শতাংশই এই দুই রাজ্য থেকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৯৯ জন। তার মধ্যে মহারাষ্ট্র এবং কেরল এই দুই রাজ্য মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রে ১১ হাজার ১৪১ জন এবং কেরলে ২ হাজার ১০০ জন ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লক্ষ ২৯ হাজার ৩৯৮। মহারাষ্ট্রে কেন্দ্রের পাঠানো বিশেষজ্ঞ দল রবিবারই জানিয়েছে, ওই রাজ্যে কোভিড নিয়ে ভীতি দূর হয়ে গিয়েছে। ফলে অনেকেই কোভিডবিধিতে মানার বিষয়ে গা ছাড়া দিয়েছেন। এই রাজ্যে কেন সংক্রমণ বাড়ছে, তা নিয়ে যখন কারণ খোঁজার চেষ্টা হচ্ছে সেই সময় বিশেষজ্ঞ দল জানিয়েছে কোভিড ভীতি উবে যাওয়াই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

Advertisement

নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা টানা তিন দিন ১৮ হাজারের গণ্ডি পেরোল। তবে দৈনিক মৃত্যু সংখ্যা রবিবারের তুলনায় কম। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। তার মধ্যে ৩৮ জনই মহারাষ্ট্রের। তার পর রয়েছে কেরল (১৩) এবং পঞ্জাব (১৭)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লক্ষ ৩৭ হাজার ৭৬৪ জনের। প্রতি দিন যত সংখ্যক নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে যত রিপোর্ট পজিটিভ আসে তার শতকরা হারকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। সোমবারের বুলেটিন অনুযায়ী এই হার ৩.৪৬ শতাংশ।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ইতিমধ্যেই ২ কোটি মানুষকে টিকা দেওয়া হয়ে গিয়েছে। প্রতি দিন ১৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। শনিবার ১৪ লক্ষ ২৪ হাজার ৬৪০ জনকে টিকা দেওয়া হয়েছিল। সেখানে রবিবার টিকাকরণ হয়েছে ৬৬ হাজার ৬৬৬ জনের। দেশে ২ কোটি ৯ লক্ষ ৮৯ হাজার ১০ জনকে টিকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement