Coronavirus

আরএসএসের সব শাখা বন্ধ

১৯৪৮ সালে ও জরুরি অবস্থার সময়ে   সঙ্ঘের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ০৪:৫৯
Share:

আরএসএস প্রধান মোহন ভাগবত।

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গোটা দেশের সব শাখা কেন্দ্রগুলি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

Advertisement

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আজ নবরাত্রির শুরুতে একটা ভিডিয়ো বার্তায় ভাগবত সঙ্ঘের কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘করোনার সংক্রমণ রোধে সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে সঙ্ঘ কর্মীদের। জমায়েত রুখতে আপাতত শাখার সমস্ত প্রাত্যহিক কাজকর্ম বন্ধ রাখা হচ্ছে।’’ ১৯৪৮ সালে ও জরুরি অবস্থার সময়ে সঙ্ঘের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু শাখার কাজ থেমে থাকেনি বলে দাবি করেন ভাগবত। এ বারও লকডাউনের সময়ে কর্মীদের বাড়ি থেকেই শাখার কাজ করতে বলেছেন তিনি। সেইসঙ্গে এ দিনটিকে ‘সংকল্প দিবস’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেছে সঙ্ঘ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement