Narendra Modi

মোদীর জন্মদিনে ১০০ দিনের ‘সাফল্য’ প্রচার

লোকসভা ভোটের আগেই বিভিন্ন মন্ত্রকের আমলাদের নতুন সরকারের প্রথম একশো দিনের পরিকল্পনা বানিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন মোদী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আগামী ১৭ সেপ্টেম্বর তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম একশো দিন পূর্ণ হতে চলেছে। একই সঙ্গে ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন। তাই ওই দিনটিকে কেন্দ্র করে সরকারের সাফল্যের কাহিনী ফলাও করে প্রচারে নামতে বিভিন্ন মন্ত্রককে নির্দেশ
দেওয়া হয়েছে।

Advertisement

লোকসভা ভোটের আগেই বিভিন্ন মন্ত্রকের আমলাদের নতুন সরকারের প্রথম একশো দিনের পরিকল্পনা বানিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন মোদী। একশো দিনের মাথায় সেই কাজ বাস্তবের জমিতে কতটা রূপায়িত হয়েছে, তা তুলে ধরার পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। চলতি সরকার শরিক নির্ভর হওয়ায় ইতিমধ্যেই জনমানসে বার্তা গিয়েছে তৃতীয় মোদী সরকার দুর্বল। কিন্তু শরিক নির্ভর সরকার হয়েও এই সরকার কী ভাবে একশো দিনের পরিকল্পনা বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে, তার বিস্তারিত বিবরণ তুলে ধরতে বলা হয়েছে প্রতিটি মন্ত্রককে। বাজেটে প্রতিটি মন্ত্রককে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তার কী পরিমাণ খরচ হয়েছে, সেই অর্থের বিনিময়ে কাজ কতটা হয়েছে, তা বিস্তারিত ভাবে জানাতে বলা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পিএম-কিষাণ
যোজনা, পেনশন প্রকল্পে সংস্কার, ১২টি স্মার্ট শহর, ছ’টি শিল্প করিডর নির্মাণের ঘোষণা, আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশের ৭০ বছরের বেশি বয়সিদের স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলি নিয়ে ১৫ সেপ্টেম্বরের পর থেকে ধারাবাহিক ভাবে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও দল। সরকারের দাবি, গত একশো দিনে পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করা হয়েছে। পরিকাঠামোগত মন্ত্রকগুলিকে আগামী ২০৪৭ সালের কথা মাথায় রেখে প্রকল্প জমা দিতে বলা হয়েছে।

সরকার যখন নিজের ঢাক পেটানোর প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময়ে আজ তৃতীয় মোদী সরকারের প্রথম ৯৫ দিনের ব্যর্থতার পরিসংখ্যান তুলে ধরেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তিনি বলেন, ‘‘এই সরকারের আমলে একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন ফাঁস হয়েছে ডাক্তারি পরীক্ষা নিট-এর। যার কারণে ২৩ লক্ষ দেশবাসী প্রভাবিত হয়েছেন। উপত্যকা ছাড়িয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটছে জম্মুতেও। ১৬ মাস ধরে মণিপুর জ্বলছে। বাজেটের সর্বনাশা নীতি গরিব ও মধ্যবিত্তের কোমর ভেঙে দিয়েছে। আপনাদের একশো দিনের পরিকল্পনা কী ছিল, তা কেউ জানে না। কিন্তু ৯৫ দিনে যা করেছেন, তার জন্য গোটা দেশ ভুগছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement