taliban

BJP Leader: কমদামে পেট্রল পেতে আফগানিস্তানে যান! সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন বিজেপি নেতা

তিনি বলেন, ‘‘আফগানিস্তানে তেল ভরার কোনও লোক নেই। ভারতে আর যাই হোক, নিরাপত্তা তো আছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২০ অগস্ট ২০২১ ১৫:০০
Share:

ছবি: টুইটার

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন বিজেপি নেতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, ‘‘দরকার হলে আফগানিস্তানে চলে যান।’’ বুধবার মধ্যপ্রদেশের নেতা রামরতন পায়ল একটি বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানেই সাংবাদিকরা প্রশ্ন করেন জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে। প্রশ্নের জবাবে মেজাজ হারান নেতা।

Advertisement

রামরতন বলেন, ‘‘তালিবানের কাছে চলে যান। আফগানিস্তানে পেট্রল ৫০ টাকা প্রতি লিটার। তেল ভরার কোনও লোক নেই। ভারতে আর যাই হোক, নিরাপত্তা তো আছে। করোনার দু’টি ঢেউয়ের পরে তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে আছে দেশ। এর মধ্যে পেট্রলের দাম নিয়ে প্রশ্ন করছেন?’’

সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার সময় বিজেপি নেতার মুখে মাস্ক ছিল না। সমর্থকদের ভিড়ে দাঁড়িয়ে তিনি মানছিলেন না স্বাস্থ্যবিধিও। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা টানেন তিনি। বলেন, ‘‘আপনারা এমন বিখ্যাত সাংবাদিক। তারপরেও কেন এমন প্রশ্ন করেন? আপনারা জানেন না নরেন্দ্র মোদিজী কী ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন? উনি ৮০ কোটি সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন পৌঁছে দিচ্ছেন।’’

Advertisement

কয়েকদিন আগেই এমনই এক মন্তব্য করেছিলেন বিহারের বিজেপি নেতা হরিভূষণ ঠাকুর। তিনি বলেছিলেন, ‘‘পেট্রলের দাম ওখানে কম। দরকার হলে আফগানিস্তানে চলে যান। একবার ওখানে গেলে বুঝতে পারবেন, ভারতের মূল্য কত!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement