ঘোড়া কেনাবেচা ঠেকাতে জয়ের সম্ভাবনা থাকা সব প্রার্থীকে পাসপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়েছেন ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। সেই সঙ্গে তাঁর দাবি, দল ২৪টির বেশি আসন পাবে। রাজ্যে কংগ্রেস বা বিজেপি নয়, তৃতীয় মোর্চার সরকার গঠন হবে বলে তাঁর অনুমান। তাঁর বক্তব্য, ইচ্ছে হলে কংগ্রেস তার শরিক হতে পারে।
১৯ মে যত এগিয়ে আসছে রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে ততই বাড়ছে অস্থিরতা। তার মধ্যেই তৃতীয় মোর্চার উল্লেখ করায় অসম গণপরিষদের সঙ্গে বিজেপির বিরোধ প্রকাশ্যে এসেছে। চাপানউতোর শুরু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী, অগপ নেতা প্রফুল্ল মহন্ত ও বিজেপি সাংসদ বিজয়া চক্রবর্তীর মধ্যে। মহন্ত সম্প্রতি দিল্লিতে তৃতীয় মোর্চার সরকার গড়ার কথা বলেন। জানান, সরকার গঠনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। জোট শরিকের এমন উল্টো কথায় ক্ষিপ্ত বিজেপি নেতারা। সাংসদ বিজয়া চক্রবর্তী বলেন, ‘‘সম্ভবত ফের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মহন্ত। তাই জোটের আদর্শ তাঁর মনে নেই।’’
আজমলও এ দিন ফের তৃতীয় মোর্চার কথা তোলেন। বলেন, ‘‘বিধানসভায় কোনও দল বা বর্তমান কোনও জোটই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাই তৃতীয় মোর্চার সরকার হতে পারে। সেই সঙ্গে ঘোড়া কেনাবেচার আশঙ্কাও থাকছে। তাই আমাদের প্রার্থীদের পাসপোর্ট তৈরি রাখতে বলা হয়েছে।’’ যাঁরা জিতবেন তাঁদের সঙ্গে সঙ্গে দুবাই পাঠিয়ে দেওয়া হবে, যাতে অন্য দল তাঁদের ‘কেনার’ সুযোগ না পায়। আজমলের মতে, তাঁরা ২৪টিরও বেশি আসন পাচ্ছেন। তাই ভোটের ফল বেরোলেই অগপ ও বিপিএফকে সঙ্গে নিয়ে তিনি তৃতীয় মোর্চার সরকার গড়তে মাঠে নামবেন।
কিন্তু তারা তো বিজেপির জোট শরিক! আজমলের মতে ভোটের ফল বেরোলে অনেক অঙ্ক বদলে যাবে। তাঁর বক্তব্য, ‘‘ওই তৃতীয় মোর্চায় ইচ্ছে হলে কংগ্রেসও যোগ দিতে পারে। কিন্তু বিজেপি নৈব নৈব চ।’’