অভিযুক্ত দু’জনকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্কে এক মামলাকারীর উপরে হামলার অভিযোগ উঠল। অযোধ্যা মামলায় অন্যতম আবেদনকারী ইকবাল আনসারি অভিযোগ করেছেন, মঙ্গলবার তাঁর বাড়িতে এসে দু’জন হুমকি দিয়েছে যে তিনি মামলা না তুললে তাঁকে হত্যা করা হবে। অযোধ্যা মামলায় সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবনকে হুমকি দেওয়ার জন্য অভিযুক্ত দু’জনকে এ দিনই নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এঁদের এক জন শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক এন সম্মুগম, অন্য জন রাজস্থানের বাসিন্দা সঞ্জয় কালাল বজরঙ্গী।
ইকবাল আনসারির অভিযোগ, এ দিন তাঁর বাড়িতে ঢুকে এক জন পুরুষ ও এক জন মহিলা তাঁকে খুনের হুমকি দিয়েছে। তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে। আনসারি বলেন, ‘‘ওই মহিলা বর্তিকা সিংহ নামে পরিচয় দিয়ে জানান, তিনি এক জন শ্যুটার। যদি আমি মামলা না তুলি, তিনি আমাকে গুলি করে মারবেন।’’ ওই ঘটনায় দু’জনকে আটক করেছে ফৈজাবাদের পুলিশ।