হাজির: নাগপুর বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বুধবার। পিটিআই
রাজস্থানের পর বিজেপির অভ্যন্তরে বিদ্রোহ ছড়াল উত্তরপ্রদেশেও। সঙ্কট মেটাতে মোহন ভাগবতের সঙ্গে নাগপুরে দেখা করতে গিয়েছেন অমিত শাহ।
রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বিদ্রোহে এখনও পর্যন্ত রাজ্যে সভাপতি নিয়োগ করতে পারেননি অমিত। এর মধ্যেই বিজেপির জাতীয় সহ-সভাপতি ওম মাথুর বিদ্রোহ করে উত্তরপ্রদেশের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। গত ৬ মাস ধরে তিনি রাজ্যে কোনও বৈঠকে যাচ্ছেন না। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও আজ যোগী সরকারের অফিসারদের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন। তাঁর কথায়, পদের অপব্যবহার করে দলের কর্মীদের অবহেলা করছেন কিছু অফিসার।
বিজেপি সূত্রের মতে, রাজ্যের উপমুখ্যমন্ত্রীর আসল লক্ষ্য যোগীই। গোড়া থেকেই দু’জনের বনিবনা হচ্ছে না। আরএসএসের পক্ষ থেকে যে সুনীল বনশলকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিও ছড়ি ঘোরাচ্ছেন দলের সব ব্যাপারে। তা নিয়েও অসন্তোষ ছড়াচ্ছে। আজ মোহন ভাগবত, ভাইয়াজি জোশীর সঙ্গে এ নিয়ে চার ঘণ্টারও বেশি বৈঠক করেন অমিত। প্রথম দিকে সেখানে যোগ দেন উমা ভারতীও। বিশ্ব হিন্দু পরিষদের নবনির্বাচিত প্রধান বিষ্ণু সদাশিব কোবজে-ও আরএসএস সদর দফতরে যান।