জল দেবে কর্নাটক, চলছে বিক্ষোভও

সুপ্রিম কোর্টের নির্দেশের পর দিনই কাবেরী নদীর জলবণ্টনকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়াল কর্নাটকের বিভিন্ন জেলায়। তবে ‘‘প্রবল সমস্যা’’ হলেও শীর্ষ আদালতের নির্দেশ মেনে তামিলনাড়ুকে ১৫ হাজার কিউসেক জল দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৩
Share:

সুপ্রিম কোর্টের নির্দেশের পর দিনই কাবেরী নদীর জলবণ্টনকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়াল কর্নাটকের বিভিন্ন জেলায়। তবে ‘‘প্রবল সমস্যা’’ হলেও শীর্ষ আদালতের নির্দেশ মেনে তামিলনাড়ুকে ১৫ হাজার কিউসেক জল দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

Advertisement

বর্ষা ঠিক মতো না হলেই কাবেরী নদীর জল নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই রাজ্য। সেই বিবাদের জেরে কর্নাটককে গত কাল কাবেরীর ১৫ হাজার কিউসেক জল তামিলনাডুকে দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

তার প্রতিবাদে আজ পথে নেমেছে কর্নাটকের কৃষক সংগঠনগুলি। বিক্ষোভকারীরা রাজ্যের বেঙ্গালুরু-মাইসুরু সড়ক অবরোধ করায় ব্যাহত হয়েছে যান চলাচল। জায়গায় জায়গায় পোড়ানো হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার কুশপুতুল। তামিলনাড়ু ও কেরলগামী ৭০টি বাস তুলে নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।

Advertisement

সকাল থেকেই উত্তপ্ত ছিল এই জলবিবাদের কেন্দ্রে থাকা মাণ্ড্য জেলা। রাস্তা অবরোধ করে ধর্নায় বসেন বিক্ষোভকারীরা। পোড়ানো হয় বাস। দু’দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ দোকানপাট-হোটেল।

পুলিশ জানিয়েছে, মাণ্ড্যতে একাধিক সরকারি অফিসে তাণ্ডব চালিয়েছেন বিক্ষোভকারীরা। ফলে সেখানেও হাজিরা কম। সব মিলিয়ে বন্‌ধের ছবি জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে বিশাল বাহিনী। বেশ কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে মাইসুরু জেলায়। রাজ্যবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

কাবেরীর জল বণ্টন নিয়ে কর্নাটক-তামিলনাড়ুর এই সংঘাত কাটাতে ১৯৯০ সালে একটি ট্রাইব্যুনাল গঠন করে কেন্দ্র। তামিলনাড়ু, কর্নাটক, পুদুচেরি ও কেরলের মধ্যে কী ভাবে কাবেরীর জল ভাগাভাগি হবে তা নিয়ে ২০০৭-এ নির্দেশ দেয় এই ট্রাইব্যুনাল। সেই নির্দেশ অনুযায়ী তামিলনাড়ুর জন্য যে পরিমাণ জল ধার্য করা হয়েছিল চলতি বছর তার চেয়ে কম জল দেওয়ায় আদালতে যায় জয়ললিতা সরকার।

তার পরিপ্রেক্ষিতেই গত কাল শীর্ষ আদালত বলে, আগামী দশ দিনের মধ্যে তামিলনাড়ুকে ১৫ হাজার কিউসেক জল ছাড়তে হবে। যদিও কর্নাটকের যুক্তি, এ বার অল্প বৃষ্টির কারণে তাদের জলাধারে জলের ঘাটতি রয়েছে। তাই তামিলনাড়ুকে বেশি জল দিতে গেলে খাবার জলের ঘাটতি হবে রাজ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement