স্থায়ী অধ্যক্ষ নেই কলেজে, বিক্ষোভ ছাত্রছাত্রীদের

দু’দিন ধরে অচলবস্থা চলছে হাইলাকান্দির লালা গ্রামীণ কলেজে। অধ্যক্ষ ছাড়াই চলছে কলেজের পঠনপাঠন। দীর্ঘ দিন ধরেই ওই কলেজে কোনও স্থায়ী অধ্যক্ষ নেই। তার জেরে সেখানে অব্যবস্থা চলছে। শিক্ষকদের রেষারেষিতে উত্তাল ওই শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০৩:১৪
Share:

দু’দিন ধরে অচলবস্থা চলছে হাইলাকান্দির লালা গ্রামীণ কলেজে। অধ্যক্ষ ছাড়াই চলছে কলেজের পঠনপাঠন। দীর্ঘ দিন ধরেই ওই কলেজে কোনও স্থায়ী অধ্যক্ষ নেই। তার জেরে সেখানে অব্যবস্থা চলছে। শিক্ষকদের রেষারেষিতে উত্তাল ওই শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisement

আজ পরিস্থিতি সামলাতে হাইলাকান্দির জেলাশাসক (উন্নয়ন) পি বি রায় ওই কলেজে যান। কিন্তু কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। কলেজের অস্থায়ী অধ্যক্ষ কে হবেন, তা নিয়ে কলেজ পরিচালন উন্নয়ন সমিতি এবং শিক্ষকদের সঙ্গে মতপার্থক্য রয়েছে ছাত্রদের।

কলেজ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে কলেজের ছাত্রছাত্রীরা স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। গত কাল বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর ঘিরে ঝামেলা শুরু হয়। প্রতিবাদী ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তজমুল আলি মজুমদার। শেষ পর্যন্ত তিনি কাউকে দায়িত্ব বুঝিয়ে দিতে না পারায়, দু’দিন ধরে কলেজ অধ্যক্ষহীন। কলেজে সব চেয়ে প্রবীণ অধ্যাপক এল ওয়াকচিং সিংহ এবং সিমারেখা দাস ভারপ্রাপ্ত অধক্ষের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। তাঁদের পরের অধ্যাপক তনুজ কুমার দে’কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন তজমুল আলি। কিন্তু কলেজের একাংশ ছাত্রছাত্রী তা মানতে রাজি নন।

Advertisement

কলেজের ছাত্র এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি আব্দুল আহাদ লস্কর, সম্পাদক আবু সুফিয়ান বড়ভুঁইয়া বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে স্থায়ী অধ্যক্ষ না থাকায় নানা সমস্যায় ধুঁকছে কলেজ। কলেজের উন্নয়নে বরাদ্দ অর্থের যথার্থ ভাবে খরচ হচ্ছে না।’’ জেলাশাসককেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছেন ছাত্রছাত্রীরা। জেলাশাসক (উন্নয়ন) পি বি রায় বলেন, ‘‘আমি এ নিয়ে জেলাশাসককে রিপোর্ট দেব।’’

চিকিৎসক দিবসে যোগাসন। যোগাসন শিবিরের মধ্যে দিয়ে চিকিৎসক দিবসের নানা কর্মসূচির সূচনা করল চিকিৎসকদের কয়েকটি সংগঠন। সঙ্গে ছিল ‘নন গর্ভমেন্টাল হেলথ এস্টাব্লিসমেন্ট অ্যাসোসিয়েশন’। স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, হৃদযন্ত্র পরীক্ষা, ইসিজি, স্পাইরোমেট্রি— চিকিৎসক দিবসে শিলচরের চিকিৎসকরা মেহেরপুরে সবই করেন বিনা মাসুলে। আয়োজন করা হয়েছিল আলোচনা সভারও। ভোরে যোগাসনে অংশ নেন হৃদরোগ চিকিৎসক পি সি শর্মা, মেডিক্যাল কলেজের স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা। প্রশিক্ষক হিসেবে ছিলেন শুভ্রেন্দুশেখর সে, জয়দীপ নাথ, কঙ্কনা নাথ ও অভীক ভট্টাচার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement