ফাইল চিত্র।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সেই আলোচনার পর টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন মোদী। আফগানিস্তানের পরিস্থিতির পাশাপাশি কোভিড পরিস্থিতি নিয়েও বিস্তারিত কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
টুইটে মোদী লিখেছেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও কোভিড পরিস্থিতি এবং অন্য কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়েও কথা হয়েছে। ভবিষ্যতেও যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারি আমরা।’
সম্প্রতি মোদী আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গেও কথা বলেছেন। সেই বৈঠকে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা নিয়ে আলোচনা হয়েছিল।