গুয়াহাটিতে বরাতজোরে বেঁচে যাওয়া ইন্ডিগো বিমানদু’টির একটি। ছবি-ইন্টারনেট।
বরাতজোরে বেঁচে গেল ইন্ডিগোর দু’টি বিমান। গুয়াহাটিতে, মঙ্গলবার সন্ধ্যায়।
একটি বিমান মুম্বই থেকে আসছিল গুয়াহাটিতে। ইন্ডিগোর অন্য বিমানটি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাই যাওয়ার জন্য সবে আকাশে উঠছিল। প্রায় মুখোমুখি ধাক্কা লেগেই গিয়েছিল ইন্ডিগোর দু’টি বিমানের। অল্পের জন্য দু’টি বিমানই বেঁচে যায়। বেঁচে যান চালক, কেবিন-ক্রু সহ দুই বিমানের সব যাত্রীই।
ইন্ডিগোর কর্তারা জানাচ্ছেন, মুম্বই থেকে আসা ইন্ডিগোর বিমানটি তুমুল বৃষ্টি আর ভারী মেঘে কিছুটা দিশেহারা হয়ে গুয়াহাটি বিমানবন্দরে রানওয়ে ছোঁয়ার জন্য খুব দ্রুত, লাফিয়ে লাফিয়ে নামছিল। উচ্চতা কমাচ্ছিল অত্যন্ত দ্রুত। তা ঝুপ করে নেমে আসে ২৫০/৩০০ ফুট। সেই সময়েই চেন্নাই যাওয়ার জন্য সবে রানওয়ে থেকে ‘টেক অফ’ করে দ্রুত উচ্চতা বাড়িয়ে আকাশে উঠছিল ইন্ডিগোর দ্বিতীয় বিমানটি। তখনই মুম্বই থেকে আসা বিমানটির প্রায় সামনেই চলে এসেছিল চেন্নাইগামী ইন্ডিগোর বিমানটি। অনিবার্য সংঘর্ষ এড়াতে দ্রুত গতিপথ বদলে নিতে হয় মুম্বই থেকে আসা বিমানটিকে। মুখ ঘুরিয়ে নিতে হয় চেন্নাইগামী বিমানটিকেও। ফলে প্রচণ্ড ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়েন দুই বিমানের যাত্রীরাই। কেউ কেউ সিটবেল্ট খুলে গিয়ে ছিটকেও পড়ে গুরুতর জখম হন অন্তত ৪ যাত্রী ও দুই কেবিন-ক্রু। তাঁদের আপৎকালীন শুশ্রুষা করতে হয়।
আরও পড়ুন- ব্রিটিশ আমলের সেতু ভেঙে যাত্রিবোঝাই বাস নদীতে, নিখোঁজ ২০, মৃত ২