কামরূপের স্টেশনে থেকে উদ্ধার ১২ কিশোর-কিশোরী

স্টেশন থেকে উদ্ধার হল ১২ জন কিশোর-কিশোরী। অসমের কামরূপের রঙিয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, সিপাঝারের মাঝবাটের বিভিন্ন গ্রাম থেকে ১১ জন কিশোর এবং এক কিশোরীকে মাছের কারখানায় কাজ দেওয়ার নাম করে গোয়া পাঠানো হচ্ছিল। সোমবার দিন বেঙ্গালুরু এক্সপ্রেসে তাদের ওঠার কথা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ১৫:৫৭
Share:

স্টেশন থেকে উদ্ধার হল ১২ জন কিশোর-কিশোরী। অসমের কামরূপের রঙিয়ার ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, সিপাঝারের মাঝবাটের বিভিন্ন গ্রাম থেকে ১১ জন কিশোর এবং এক কিশোরীকে মাছের কারখানায় কাজ দেওয়ার নাম করে গোয়া পাঠানো হচ্ছিল। সোমবার দিন বেঙ্গালুরু এক্সপ্রেসে তাদের ওঠার কথা ছিল। কিন্তু, সকালে রঙিয়া জংশনে কর্তব্যরত রেল পুলিশকর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা কিশোর-কিশোরীদের জেরা করেন। এর পর, শিশু সরবরাহকারী কমল দৈমারিকে গ্রেফতার করা হয়। কিশোর-কিশোরীদের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement