শ্রী পার্থপ্রতিম আচার্য

জ্যোতিষীর উত্তর

Advertisement

জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০০:০০
Share:

১। আমার নাম মানস বর্ধন। ২৮ জুন ১৯৮৪ বেলা সওয়া ১১টায় জন্ম। জীবনের সব কিছুই জানতে চাইছি। বিশেষ করে আমার চাকরি এবং জীবনসঙ্গী কেমন হবে? আমি এক জনকে ভালবাসি। সেও আমাকে ভালবাসে। কিন্তু, তার বাড়ি থেকে কেউ আমাদের সর্ম্পক মানতে চাইছে না। বাড়ির অমতে বিয়ে করতে চাইছি না। অথচ আমরা একে অপরকে ছাড়া থাকতেও চাই না। কী হবে? কিছুই বুঝতে পারছি না। আমাকে দয়া করে জানাবেন।

Advertisement

জন্মস্থানটি গুরুত্বপূর্ণ। আপনার রাশি চক্র বলছে, আপনার চাকরি করা উচিত। সম্ভাব্য ক্ষেত্রে প্রতিষ্টা লাভ হবে। বিবাহের যোগ আছে। বিবাহের ক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করতে হবে। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ঠকে যেতে পারেন। প্রেমের ব্যাপারে সাবধান হতে হবে। তবে আগামীতে আপনি উচ্চপদে অধিষ্ঠিত হবেন। এবং সুখী পারিবারিক জীবণযাপন করবেন। হঠকারি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

Advertisement

২। আমার নাম সঞ্জয়কুমার দে। ১৯৭৬-এর ৭ ফেব্রুয়ারি জন্ম। আমি নেপালে কাজ করি। আমার কেরিয়ার এবং পরিবার সর্ম্পকে জানতে চাই।

কাল্পনিক জন্মস্থান ও সময় অনুসারে আপনি বর্তমানে মঙ্গলের দশা ভোগ করছেন। দশা প্রতিকার করণীয়। ঝোঁকের মাথায় কর্ম পরিবর্তন না করাই ভাল, বাড়তি খরচ বৃদ্ধি পাবে। ভাল কাজের জন্য সমাজে প্রতিষ্ঠা পাবেন। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বিবাহিত জীবন বিশেষ সুখকর হবে না। সন্তান স্থান শুভ। বাস্তু ভাগ্য উত্তম। দুর্ঘটনার যোগ লক্ষ করা যায়।

৩। আমার নাম বিপাশা চক্রবর্তী। ১৯৮৭-র ২৬ মার্চ বিকেল সাড়ে ৪টেয় জন্ম। জন্মদিন বৃহস্পতিবার। বারুইপুরে। আমি কি সরকারি চাকরি পাব?

আপনি বর্তমানে বৃহস্পতির দশায় শুক্রের অন্তদশা ভোগ করছেন। দশা প্রতিকার করণীয়। চাকরির চেষ্টা অবশ্যই করবেন, তবে আগামী ২০১৮ সালে চাকরি লাভের সম্ভাবনা লক্ষ করা যায়।

৪। আমার নাম মৃত্যুঞ্জয় সরকার। আমার জন্ম-ছকে কালসর্প দোষ রয়েছে। রাহু ক্যানসারে অবস্থান করছে এবং কেপ্রিকর্নে। আমার কী করা উচিত জানাবেন।

প্রথমত সকল কালসর্প যোগ অশুভদায়ক নয়। আপনার উল্লেখিত দোষ তুলনামূলক শুভ, অনান্য কিছু সাময়িক বাধা আসতে পারে। আপনি যদি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন এই যোগ আপনাকে সাফল্য দেবে। সম্ভব হলে হনুমান চল্লিশা পাঠ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement