গৃহের বিভিন্ন আসবারের মতোসঙ্গীঁতের যন্ত্রাদি রাখার জন্যও নির্দিষ্ট স্থান
১।পেশাদার শিল্পীদের বিভিন্ন বাদ্যযন্ত্র যথা- গিটার, হারমনিয়াম, সেতার, সরোদ, সারেঙ্গী, তানপুরা, বীনা, বিন, তবলা, আধুনিক সিন্থেসাইজার, পিয়ানো ইত্যাদি বাড়ির উত্তর- পশ্চিম দিকের ঘরের উত্তর-পশ্চিম কোনায় রাখতে হবে।
সঙ্গীতের কারক গ্রহ চন্দ্র। আর উত্তর পশ্চিম কোনটি জ্যোতিষ মতে চন্দ্রের স্থান বলে। ওই স্থানে বাদ্যযন্ত্রদি রাখলে সঙ্গীত শিল্পীর পক্ষে শুভদায়ক।শিল্পীর সঙ্গীত জীবন পরিপূর্ণ হবে।
তবে পূরানো দিনের বিশাল আকারের পিয়ানো রাখা চলবে- উত্তর- পশ্চিম দিকের ঘরের দক্ষিন – পশ্চিম কোনায়।