Death

প্রয়াত কুমকুম

‘প্যায়াসা’, ‘মাদার ইন্ডিয়া’, ‘নয়া দওর’-সহ ১০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন কুমকুম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০০:৪৬
Share:

কুমকুম

হিন্দি ছবির স্বর্ণযুগের আর এক অভিনেত্রী কুমকুম চলে গেলেন। মঙ্গলবার বান্দ্রায় নিজের বাড়িতে ৮৬ বছর বয়সে জীবনাবসান হয় তাঁর। গুরু দত্ত ‘কভি আর কভি পার’ গানটির দৃশ্যে প্রথম সুযোগ দিয়েছিলেন অভিনেত্রীকে। পরিচালকের ‘সিআইডি’ ছবির ‘ইয়ে হ্যায় বম্বে মেরি জান’ গানে জনি ওয়াকারের পাশে ছিলেন কুমকুম। নৃত্যশিল্পী হিসেবেও ছিলেন দড়, যার প্রমাণ ‘কোহিনুর’ ছবির ‘মধুবন মে রাধিকা নাচে রে’ গানে তাঁর পারফরম্যান্স। পরবর্তী কালে কিশোর কুমারের বিপরীতেও বেশ কিছু ছবি করেছেন। ‘মিস্টার এক্স ইন বম্বে’ ছবির জনপ্রিয় গান ‘মেরে মেহবুব কেয়ামত হোগি’-এর দৃশ্যায়নেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। ‘প্যায়াসা’, ‘মাদার ইন্ডিয়া’, ‘নয়া দওর’-সহ ১০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন কুমকুম। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করে টুইট করেছেন বলিউডের অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement