Sonakshi Sinha

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সোনাক্ষী

টুইটারে সোনাক্ষীর এই পোস্টকে যেমন অনেকে সমর্থন করেছেন, তেমনই নেতিবাচক মন্তব্যও রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০২:৫১
Share:

সোনাক্ষী

সেলেবদের যেমন নিত্যদিন ট্রোলড হতে হয়, তেমনই রেহাই নেই সাধারণ মানুষের। একটা ছবি পোস্ট করার আগেও ‘অন্য লোকে কী ভাববে’, তা মাথায় রাখতে হয়। কম্পিউটারের আড়ালে একদল মানুষ ক্রমাগত অন্যকে বিচার করে, হেনস্থা করে চলেছে। এই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে এ বার ক্যাম্পেন শুরু করলেন সোনাক্ষী সিংহ। অভিনেত্রী নিজেও সাইবার হেনস্থার শিকার। বিশেষত সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে স্টার কিডদের উপর আক্রোশ বেড়ে গিয়েছে আমজনতার। ইনস্টাগ্রামে লিমিটেড কমেন্ট করতে বাধ্য হয়েছেন আলিয়া ভট্ট, সোনম কপূর, সোনাক্ষীরা। এই উদ্যোগে অভিনেত্রীর পাশে আছে মহারাষ্ট্র পুলিশ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

Advertisement

সোনাক্ষীর কথায়, ‘‘সাইবার বুলিং থামাতেই হবে। যারা এটা করছে, তারা ভাবছে না উল্টোদিকের মানুষটি মানসিক দিক থেকে কতটা ভেঙে পড়ছে। কাউকে শব্দের দ্বারা আঘাত করার আগে ভাবুন।’’ টুইটারে সোনাক্ষীর এই পোস্টকে যেমন অনেকে সমর্থন করেছেন, তেমনই নেতিবাচক মন্তব্যও রয়েছে।

অন্য দিকে তারকা সন্তানদের ক্রমাগত আক্রমণ করে যাওয়া অভিনেত্রী কঙ্গনা রানাউতকে একটি প্রসঙ্গে সমর্থন করেছেন শত্রুঘ্ন সিংহ। তাঁর কথায়, ‘‘কঙ্গনা ইন্ডাস্ট্রির যে লবিবাজির কথা বলছে, তা সম্পূর্ণ সত্যি। আর এই সত্যি কথা বলার জন্যই ওকে আক্রমণ করা হচ্ছে। কঙ্গনা নিজের যোগ্যতায় একটা জায়গা তৈরি করেছে। লোকে সেই হিংসেতেই ওর নিন্দে করছে।’’ ইন্ডাস্ট্রিতে কার সমর্থন যে কখন, কোন দিকে যাবে তা বোঝা দায়!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement