Shah Rukh Khan

‘শাহরুখ এখন আর মানুষ নেই’, বাদশাহের সঙ্গে দূরত্ব নিয়ে মুখ খুললেন অভিজিৎ

উয়ো লড়কি যো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারেঁ’, ‘তৌবা তুমহারে হ্যায় ইশারে’, ‘বাদশাহ ও বাদশাহ’-র মতো সফল গান রয়েছে শাহরুখ-অভিজিৎ জুটির তালিকায়। কিন্তু তার পরে হঠাৎই ছন্দপতন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২০
Share:

শাহরুখের সঙ্গে কেন দূরত্ব বাড়িয়েছিলেন অভিজিৎ? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের কণ্ঠে অভিজিৎ ভট্টাচার্যের গান মানেই সফল। একটা সময় বলিউডে শাহরুখের কণ্ঠে পর পর গান গেয়েছিলেন বাঙালি গায়ক। ‘উয়ো লড়কি যো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে হ্যায় ইশারে’, ‘বাদশাহ ও বাদশাহ’-র মতো সফল গান রয়েছে শাহরুখ-অভিজিৎ জুটির তালিকায়। কিন্তু তার পরে হঠাৎই ছন্দপতন। একটা সময়ের পরে শাহরুখের জন্য আর প্লেব্যাক করেননি অভিজিৎ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক।

Advertisement

আত্মসম্মানের জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিজিৎ। গায়ক বলেছেন, “আত্মমর্যাদা ক্ষুণ্ণ হলে মনে হয়, যথেষ্ট হয়েছে। আমি তো শাহরুখের জন্য গান গাইনি! আমি নিজের কাজের জন্য গেয়েছি। কিন্তু একটা সময়ে দেখলাম চা-পরিবেশককেও কৃতিত্ব দেওয়া হচ্ছে। কিন্তু গায়ককে সেই সম্মান দেওয়া হচ্ছে না। তখন আমি ভাবলাম, ‘কেন তোমার কণ্ঠে গান গাইব?’”

ভবিষ্যতে কি ফের শাহরুখের জন্য নিজের কণ্ঠে দেবেন অভিজিৎ? এই প্রসঙ্গে বাঙালি গায়ক বলেন, “এমন নয় যে, শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু শাহরুখ এখন আর মানুষ নেই। উনি এখন বিরাট মাপের তারকা। নিজেও হয়তো জানে না, কোথায় পৌঁছে গিয়েছে। তাই ওঁর থেকে আমি আর কী-ই বা আশা করব? আমি যেমন ছিলাম, তেমনই রয়ে গিয়েছি। আমি নিজের মতো করে এগিয়েছি। আমি শাহরুখের চেয়ে ৫-৬ বছরের বড়। তিনি প্রায় ৬০ পেরিয়েছেন। আমিও ষাটোর্ধ্ব। তাই কারও ক্ষমা চাওয়ারই প্রশ্ন উঠছে না। দু’জনেরই আত্মসম্মানবোধ রয়েছে। আমাদের জন্মতারিখও পর পর। দু’জনেই বৃশ্চিক রাশি। তাই আমার বা ওঁর সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই।”

Advertisement

কিছু দিন আগে মুম্বই শহরে অনুষ্ঠান করে গেলেন আমেরিকার পপ তারকা ডুয়া লিপা। ডুয়া তাঁর গান ‘লেভিটেটিং’-এর সঙ্গে মিলিয়ে দেন শাহরুখের ‘বাদশাহ’ ছবির গান ‘উয়ো লড়কি যো সবসে অলগ হ্যায়’। করতালিতে ভরিয়ে দিয়েছিল দর্শক। ছবিতে গানটি গেয়েছিলেন অভিজিৎ। কিন্তু সর্বত্র ডুয়ার সঙ্গে শুধুই শাহরুখের জয়জয়কার হচ্ছে। কোথাও তাঁর নামের উল্লেখ নেই। এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিজিৎ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement