কাশ্মীর নিয়ে ছবি। কিন্তু উপত্যকার অশান্তি, সন্ত্রাস নিয়ে নয়। বরং কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও ভূস্বর্গের মানুষের আশা, অতিথিকে আপন করে নেওয়ার কাহিনি। সেইসঙ্গে রয়েছে পর্দায় আগে কখনও না দেখা কাশ্মীরের বেশ কিছু এলাকার চিত্র। অভিনেতা-পরিচালক ইমরান খানের এমনই ছবি ‘সরগোসিয়াঁ’র প্রিমিয়ার গতকাল হয়ে গেল শ্রীনগরে। এই প্রথম কোনও বলিউডি ছবির প্রিমিয়ারের সাক্ষী রইল ভূস্বর্গের রাজধানী।
ইমরান ছাড়া ছবিতে মূল ভূমিকায় অলোক নাথ, সারা আলি খান, টম অলটার, ইন্দ্রনীল সেনগুপ্ত, হাসান জাইদি। ভূস্বর্গের অন্য ছবি তুলে ধরতে চেয়েছিলেন ইমরান। তাই তাঁর পাশে দাঁড়িয়েছে রাজ্যের পর্যটন দফতর ও জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক। সারা আলি খান জানালেন, ‘‘কাশ্মীরের সমস্যা এই ছবিতে দেখাইনি। বরং বলতে চেষ্টা করেছি, কাশ্মীর অতিথিদের জন্য নিরাপদ। ভূস্বর্গের মানুষের মন উদার।’’ ‘সরগোসিয়াঁ’কে ভ্রমণের উপরে তৈরি ছবির তালিকায় রাখতে চাইছেন ইমরান। তাঁর বক্তব্য, ‘‘ঘুরতে ঘুরতেই কাশ্মীরকে, উপত্যকার মানুষকে বুঝেছে ছবির চরিত্ররা।’’ উপত্যকা ছেড়ে যাওয়া এক পণ্ডিত পরিবারের ছেলের ভূমিকায় রয়েছেন হাসান জাইদি। বললেন, ‘‘কাশ্মীরিয়তে ভরসা না রাখলে যে কাশ্মীরের সমস্যা মিটবে না তা আমি এখন স্পষ্ট বুঝতে পারছি।’’
জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের কর্তাদের মতে, কাশ্মীর অতিথিদের পক্ষে নিরাপদ নয়, এই মর্মে অপপ্রচার চলছে। বস্তুত কাশ্মীর কাশ্মীরিদের পক্ষে এখন নিরাপদ নয়। কিন্তু অতিথিদের ক্ষতি হবে না। ২৬ মে দেশ জুড়ে মুক্তি পাচ্ছে ‘সরগোসিয়াঁ’।