কন্যা সন্তানের মা হলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ডায়ানা হেডেন। চিকিত্সা বিজ্ঞানের এক বিস্ময়কর প্রযুক্তির সাহায্য নিয়ে। ৪২ বছর বয়সী ডায়ানা যখন এই প্রযুক্তির কথা শুনেছিলেন তখন তাঁর বয়স ৩২। সেটা ছিল ২০০৫ সাল। তখনই চিকিত্সকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ২০০৭-এর অক্টোবর থেকে ২০০৮-এর মার্চ পর্যন্ত ডায়ানার ১৬টি ডিম্বানু ফ্রিজ বা হিমায়িত করে রাখেন মুম্বই-এর ইনফার্টিলিটি বিশেষজ্ঞ নন্দিতা পলশেতকর।
এক ইংরেজি সংবাদপত্রকে ডায়ানা জানিয়েছেন, ‘‘দুটো কারণে আমি আমার ডিম্বানু হিমায়িত করে রেখেছিলাম। এক- সেই সময় নিজের কেরিয়ার নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। দুই- সন্তান নেওয়ার আগেই আমি প্রেমে পড়ব বা বিয়ে করব বলে অপেক্ষা করছিলাম’’।
শেষ পর্যন্ত গত শনিবার, মুম্বই-এর হাসপাতালে আট বছর ধরে জমিয়ে রাখা সেই ডিম্বানু থেকেই কন্যা সন্তানের জন্ম দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।