ক্যানসার-সংক্রান্ত তথ্যচিত্র-সিরিজের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায়।
‘ক্যানসার: দি এম্পেরর অব অল ম্যালাডিজ’ বইয়ের লেখক হিসাবে ২০১০-এ পুলিৎজার পুরস্কার পেয়েছেন সিদ্ধার্থ। সেই বইয়ের উপর ভিত্তি করে ছ’ঘণ্টা দৈর্ঘ্যের এক টেলিভিশন-সিরিজ প্রস্তুত করেছেন পরিচালক বারাক গুডম্যান এবং প্রযোজক কেন বার্নস। বারাক এবং কেন ইতিপূর্বেই এমি অ্যাওয়ার্ডপ্রাপ্ত।
এই সিরিজে তুলে ধরা হয়েছে ক্যানসার নামক অসুখের ইতিবৃত্ত, উন্মোচনের চেষ্টা করা হয়েছে ব্যাধিটিকে ঘিরে ঘুরতে থাকা বৈজ্ঞানিক রহস্য ও অবৈজ্ঞানিক ধ্যান-ধারণা। বিশেষজ্ঞদের সাক্ষাৎকার, এই অসুখে আক্রান্ত মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সংযোজিত হয়েছে প্রচুর ছবি এবং কম্পিউটার গ্রাফিক্স।
নিউ ইয়র্কবাসী সিদ্ধার্থ এই মুহূর্তে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব মেডিসিন এবং এই বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের স্টাফ ক্যানসার-বিশেষজ্ঞ। কৃতি বঙ্গসন্তান সিদ্ধার্থের পড়াশোনা স্ট্যানফোর্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড মেডিক্যাল স্কুল-এ।