Bangladesh Update

বাংলাদেশের বইমেলায় তসলিমার বই রাখায় হুমকি, এখন কেমন আছেন অভিনেত্রী সনজানা

সূত্রের খবর, ও পার বাংলায় নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন অধিকাংশ দেশবাসী। দেশের এমন পরিস্থিতিতে তাই নাকি কেউই সে ভাবে নিরাপত্তা পাচ্ছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৬:৪২
Share:
বাংলাদেশের অভিনেত্রী মেহেরান সনজানা।

বাংলাদেশের অভিনেত্রী মেহেরান সনজানা। ছবি: ফেসবুক।

গত বছর জুলাই মাস থেকে উত্তাল পড়শি বাংলাদেশ। কেমন আছেন সেখানকার সাধারণ মানুষ? জানতে চান প্রায় সকলেই। এরই মধ্যে নজরে পড়ে খ্যাতনামীদের বিড়ম্বনার খবর। যেমন, গত ফেব্রুয়ারি মাস থেকেই নাকি বিপদে রয়েছেন সে দেশের মঞ্চাভিনেত্রী সনজানা মেহরান এবং তাঁর পরিবার। জানা গিয়েছে, পরিস্থিতি এমনই যে, বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে তাঁর স্বামীকে। বিনোদন দুনিয়ায় কাজ পাচ্ছেন না অভিনেত্রী।

Advertisement

একাধিক সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসের বইমেলার পর থেকেই লাগাতার হুমকি পাচ্ছেন সনজানা। নিরাপত্তা চেয়ে এর আগেই অভিনেত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তাতে পরিস্থিতি খুব একটা বদলায়নি।

এখন কোথায়, কেমন আছেন সনজানা, সে বিষয় জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল অভিনেত্রীর সঙ্গে। কিন্তু তা সম্ভব হয়নি, তাঁর ফোন বন্ধ। সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছর একুশে বইমেলার সময় থেকেই এই হুমকি পাচ্ছেন সনজানারা। একমাস ধরে চলা বইমেলায় এ বারও নিজের প্রকাশনা সংস্থার সম্ভার সাজিয়ে বসেছিলেন তাঁর স্বামী শতাব্দী ভব। সেখানে ছিল তসলিমা নাসরিনের লেখা বই। আর তা থেকেই সমস্যার সূত্রপাত। অভিনেত্রী ও তাঁর স্বামীর বইয়ের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল তখন। পরে তা বাস্তবায়িত হয়। বেধড়ক মারধর করা হয় অভিনেত্রীর স্বামী শতাব্দী ভবকে। প্রাণে বাঁচাতে তাঁকে সেই সময় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, এই মুহূর্তে দেশ ছেড়ে অন্যত্র বসবাস করতে হচ্ছে ভবকে।

Advertisement

বইমেলার খবর আনন্দবাজার ডট কম-এ প্রকাশিত হওয়ায় সে বার অভিনেত্রীকে শুনতে হয়েছিল, তিনি ‘ভারতের চর’। দেশে সমস্ত খবরাখবর ফাঁস করে দিচ্ছেন প্রতিবেশী সংবাদমাধ্যমের কাছে। সেই রোষ এখনও কমেনি। সম্প্রতি সমাজমাধ্যমে এক মঞ্চ অভিনেতা ফের এক দফা হুমকি দিয়েছেন শতাব্দী ভবকে। তিনি এই মুহূর্তে দেশে নেই, কিন্তু এর আঁচ এসে পড়ছে সনজানার উপর। জানা গিয়েছে, দেশে কোনও কাজও পাচ্ছেন না অভিনেত্রী। ফলে অর্থকষ্টও তৈরি হচ্ছে ক্রমশ। যদিও একা সনজানা নন, বাংলাদেশে বিনোদন দুনিয়ায় কাজের পরিসর গত কয়েক মাসে কমেছে বলেই শোনা যাচ্ছে। সমস্যায় রয়েছেন বিনোদনকর্মীদের অধিকাংশই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement