গল্পের প্রয়োজনে তাঁদের চোখে জল দেখা যায়। কাঁদতেও দেখা যায় হাউহাউ করে। কিন্তু, বাস্তবে? না। স্বপ্নের চরিত্রের চোখে প্রায় কখনই প্রকাশ্যে জল দেখতে পান না তাঁদের ভক্তেরা। দেখার কতাও নয়। কিন্তু, স্মৃতি অতি বিষম বস্তু। সেই অধ্যায়ে লুকিয়ে থাকে অনেক ঘটনা। আলতো টোকা পড়লেই সেই স্মৃতি চোখের জল হয়ে বেরিয়ে আসতে চায়। যেমনটা হল ঐশ্বর্যা রাইয়ের ক্ষেত্রে। ছোটবেলায় তিনি নাচ শিখতেন লতা সুরেন্দ্র কাছে। সম্প্রতি তাঁর এক অনুষ্ঠানে গিয়েছিলেন ঐশ্বর্যা। আর সেখানেই তিনি একটু আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু, নৃত্যগুরু লতা সুরেন্দ্র-র অনুষ্ঠানে ঐশ্বর্যা কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন তার কিছু ঝলক এক নজরে।
আরও পড়ুন, গায়ক তো বটেই, নায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে যে বং-দের