—ফাইল চিত্র।
পুজোর জন্য সরকারি অনুদান পায়, এমন ক্লাব রাজ্যের শাসক দলের হয়ে নির্বাচনী প্রচার চালানোয় বিধিভঙ্গ হচ্ছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল সিপিএম। রাজ্যের দুই মন্ত্রী তথা বেহালা পশ্চিম ও টালিগঞ্জ কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় ও অরূপ বিশ্বাসের সমর্থনে হোর্ডিং দিয়েছে নাকতলার একটি ক্লাব। সিপিএমের অভিযোগ, সাধারণ ভাবেই কোনও নথিভুক্ত ক্লাব বা সোসাইটি নির্বাচনী প্রচারে নামতে পারে না। তার উপরে ওই ক্লাব যে হেতু দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান পায়, তাই শাসক দলের পক্ষে তাদের প্রচারে নির্বাচনী বিধিভঙ্গও হয়েছে। সংশ্লিষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য দাশগুপ্তের অবশ্য দাবি, ওই প্রচারের সঙ্গে সরকারি তহবিলের সম্পর্ক নেই। শহরে দুর্গাপুজো আয়োজনে যাঁদের বিশেষ উৎসাহ ও ভূমিকা আছে, তাঁদের জন্য নিজেদের উদ্যোগে প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন পুজো কমিটির সদস্যেরা।