রাজ্যে প্রথম দফার প্রথম পর্যায়ে ভোট জঙ্গলমহলে। প্রার্থীরা তাই নিজেদের মতো করে এলাকায় ঘুরে ঘুরে প্রচার শুরু করে দিয়েছেন। এ বার তাঁদের সমর্থনে জঙ্গলমহলে আসছেন শাসক ও বিরোধী— দু’দলের প্রথম সারির নেতা-নেত্রীরা।
পুরুলিয়া জেলার সব খ’টি কেন্দ্রের সঙ্গে বাঁকুড়া জেলার রানিবাঁধ, রাইপুর ও তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৪ এপ্রিল। তার আগে প্রচার তুঙ্গে তুলতে আসরে নেমে পড়েছেন সব দলের প্রার্থী থেকে স্থানীয় নেতা-কর্মীরা। পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়ার জঙ্গলমহলেও নির্বাচনী সভা করার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রের খবর, বাঁকুড়া জেলায় মমতার প্রথম সভাটি হবে আগামী ২৯ মার্চ দুপুর তিনটেয় রানিবাঁধ কেন্দ্রের হিড়বাঁধের ভুয়াকানা বাগমারি মাঠে। পরের দিন ৩০ মার্চ দুপুর ১২টায় রাইপুরের ফুলকুসমা মাঠে সভা করবেন তৃণমূল নেত্রী।
তবে মমতার আসার আগেই জঙ্গলমহলে আসছেন যুব তৃণমূলের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৮ মার্চ দুপুর ১টায় রানিবাঁধে প্রথম সভাটি করবেন অভিষেক। ওইদিনই দুপুর আড়াইটে নাগাদ তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিমলাপালের মাচাতোড়া পঞ্চায়েতের পাথরডাঙা গ্রামের মাঠে দ্বিতীয় সভাটি করবেন যুব তৃণমূল সভাপতি। মমতা ও অভিষেকের পাশাপাশি জঙ্গলমহলে প্রচারে আসছেন শুভেন্দু অধিকারী। ১ এপ্রিল দুপুরে প্রথমে খাতড়ায়, পরে সিমলাপালে সভা করবেন তিনি।
তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য তথা সভাধিপতি অরূপ চক্রবর্তী বলেন, “দলনেত্রী প্রথম পর্যায়ের ভোটের জন্য হিড়বাঁধ ও ফুলকুসমায় জনসভা করবেন। ৫ এপ্রিল থেকে জেলায় আরও কয়েকটি জনসভা করার কথা রয়েছে তাঁর। কোথায় সভাগুলি করা হবে তা চূড়ান্ত করা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর সভাও হবে।” মমতা ও অভিষেক হেলিকপ্টারে ঘুরে ঘুরেই সভা করবেন বলে দল সূত্রে জানা গিয়েছে।
প্রচারে পিছিয়ে নেই সিপিএমও। দলের প্রার্থীদের সমর্থনে খাতড়া, রাইপুর, রানিবাঁধ, সিমলাপাল ও তালড্যাংরায় বড়সড় জনসভার পরিকল্পনা নিয়েছেন সিপিএম নেতৃত্ব। সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি জানিয়েছেন, দলের পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ২৬ মার্চ বিকেলে রানিবাঁধে এবং সন্ধ্যায় সিমলাপালে জনসভায় আসবেন। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সাংসদ মহম্মদ সেলিম ২৭ মার্চ বিকেলে প্রথমে রাইপুরে, সন্ধ্যায় তালড্যাংরায় জনসভা করবেন। সেলিম ১ এপ্রিল খাতড়ার জনসভাতেও থাকবেন। ২ এপ্রিল বিষ্ণুপুরে সভা করতে আসছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সভা হবে আগামী ৫ এপ্রিল ওন্দা ও ছাতনায়।