এসএসকেএমে মদন মিত্র। শুক্রবার সুদীপ আচার্যের তোলা ছবি।
নানা ধরনের শারীরিক জটিলতা কাবু করে ফেলেছে। তবে শুক্রবার এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজির কেবিন থেকে অন্য বিভাগে নিয়ে যাওয়ার পথে অবশ্য খোশমেজাজেই পাওয়া গেল প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদনবাবু দাবি করেন, ২০০ আসন পেয়ে ফের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন ধরে শ্বাসকষ্ট বেড়েছে মদনবাবুর। মাঝেমধ্যে দম আটকে আসছে। এ দিন পিজি-র চেস্ট মেডিসিন বিভাগে তাঁর স্পাইরোমেট্রি করানো হয়। তাঁর চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। বোর্ডের সদস্যেরা তাঁকে নিয়মিত পরীক্ষা করছেন। বোর্ডের এক সদস্য এ দিন বলেন, ‘‘কথাবার্তা খুবই কমিয়ে দিয়েছেন উনি। রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে না। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি। সেই জন্য আরও দিন কয়েক তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।’’