মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচন কমিশনকে শো-কজের জবাব দিলেন রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।
ভোটের দিন ঘোষণার পর কী ভাবে নতুন জেলা গঠনের সিদ্ধান্ত জানাল সরকার, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে ওই শো-কজ করেছিল নির্বাচন কমিশন। তাঁকে জবাব দিতে বলা হয়েছিল তড়িঘড়ি।
শুক্রবার মুখ্যমন্ত্রীর হয়ে নির্বাচন কমিশনকে সেই কৈফিয়ত দিলেন রাজ্যের মুখ্যসচিব। তাতে বলা হয়েছে, আসানসোলকে নতুন জেলা করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল গত ১৮ ডিসেম্বর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। তখনও ভোটের দিন ঘোষণা হয়নি।
আর ওই নতুন জেলা গঠন নিয়ে কোনও নির্বাচনী সভায় কিছু বলেনওনি মুখ্যমন্ত্রী। তাই তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেনি।
কেন শো-কজ করার আগে এ ব্যাপারে সঠিক ভাবে খোঁজখবর নেওয়া হল না, মুখ্যসচিবের চিঠিতে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।