রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বের দায়িত্বে শেন ওয়াটসন

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৪ ১৭:০৬
Share:

রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে আর মাঠে নামতে দেখা যাবে না ‘ইন্ডিয়ান ওয়াল’ রাহুল দ্রাবিড়কে। আইপিএল ৭-এ রয়্যালসকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ভার পেলেন শেন ওয়াটসন। মাঠে ব্যাট হাতে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি না মারলেও বাইশ গজের বাইরে থেকে দলের পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে। সোমবার দলের দুই মহারথীকে সেই দায়িত্বই সপেঁ দিল রাজস্থান রয়্যালস।

Advertisement

রয়্যালসকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে ওয়াটসন বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি খুশি। দল আমাকে সবসময় সুযোগ দিয়ে এসেছে। আমার ক্রিকেট প্রতিভাকে মেলে ধরতে খুব সাহায্য করেছেন রয়্যালসের দুই প্রাক্তন অধিনায়ক শেন ওয়ার্ন ও রাহুল দ্রাবিড়। আমার উপর তাঁরা বরাবর আস্থা রেখেছেন।” নতুন দায়িত্ব পাওয়ার পর ওয়াটসনের শুভেচ্ছা জানিয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, “ওয়াটসন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হওয়ার পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement