চিত্র সাংবাদিককে গণধর্ষণে ফাঁসির সাজা তিন জনকে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৪ ১৭:২১
Share:

গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত মহম্মদ সালিম আনসারি, বিজয় যাদব ও কাসিম বাঙালি। ছবি: পিটিআই।

মুম্বই শক্তি মিলস চত্বরে চিত্র সাংবাদিককে গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিজয় যাদব, কাসিম বাঙালি ও মহম্মদ সালিম আনসারিকে শুক্রবার ফাঁসির সাজা শোনাল মুম্বই আদালত। চতুর্থ অভিযুক্ত সিরাজ রহমানকে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ই) ধারার প্রথম প্রয়োগ হল এই মামলায়।

Advertisement

নির্ভয়া ধর্ষণকাণ্ডের পরে ধর্ষণ সংক্রান্ত যে আইন জারি হয়েছিল তাতে বলা হয়েছিল ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হলেও বার বার ওই একই অপরাধ প্রমাণিত হলে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ই) ধারা অনুযায়ী মৃত্যদণ্ডের সাজা হতে পারে। গত মাসের ২১ তারিখ টেলিফোন অপারেটর তরুণীকে গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত পাঁচ জনকে যাবজ্জীবনের সাজা দেন দায়রা আদালতের বিচারক শালিনী ফেনসালকর জোশী। ওই একই দিনে চিত্র সাংবাদিক গণধর্ষণ কাণ্ডের রায় ঘোষণার কথা ছিল। কিন্তু সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম ৩৭৬(ই) ধারা মেনে বিজয় যাদব, কাসিম বাঙালি ও মহম্মদ সালিম আনসারির বিরুদ্ধে অতিরিক্ত চার্জ আনতে চান। ২৪ মার্চ এই মামলার অতিরিক্ত চার্জ গঠন হয়। এর পর অভিযুক্ত পক্ষের আইনজীবীরা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেও ৩৭৬(ই) ধারার যৌক্তিকতা মেনে এই মামলায় বিচারপতিরা হস্তক্ষেপ করতে রাজি হননি।
২০১৩-র জুলাই মাসে মুম্বইয়ে পরিত্যক্ত শক্তি মিলস চত্বরে এক টেলিফোন অপারেটর তরুণীকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার ঠিক এক মাসের মাথায় ২২ অগস্ট ওই একই জায়গায় ধর্ষণ করা হয় এক চিত্র সাংবাদিককে। টেলিফোন অপারেটর তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত পাঁচ জনের মধ্যে তিন জন জড়িত ছিল দ্বিতীয় অপরাধেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement