গাজায় একাধিক বহুতল ধ্বংস করল ইজরায়েল

গাজায় একের পর এক বহুতল ধ্বংস করল ইজরায়েল। মঙ্গলবার ইজরায়েলের হানায় একটি ১৩তলা এবং একটি ১৬তলা বাড়ি ধ্বংস হয়ে যায়। তবে দু’টি ক্ষেত্রেই প্রাণহানির খবর মেলেনি। এ দিন ইজরায়েলে গাজার অভিযান ৫০তম দিনে পড়ল। এ দিন প্রথমে বাসা টাওয়ারে হামলা চলে। আক্রমণের আগে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ায় এই হামলায় কোনও প্রাণ যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ২০:২৫
Share:

ইজরায়েলি হানায় ধ্বংস বহুতল। ছবি: এএফপি।

গাজায় একের পর এক বহুতল ধ্বংস করল ইজরায়েল। মঙ্গলবার ইজরায়েলের হানায় একটি ১৩তলা এবং একটি ১৬তলা বাড়ি ধ্বংস হয়ে যায়। তবে দু’টি ক্ষেত্রেই প্রাণহানির খবর মেলেনি। এ দিন ইজরায়েলে গাজার অভিযান ৫০তম দিনে পড়ল।

Advertisement

এ দিন প্রথমে বাসা টাওয়ারে হামলা চলে। আক্রমণের আগে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ায় এই হামলায় কোনও প্রাণ যায়নি। ইজরায়েলি সেনা সূত্রে খবর, এ দিন ১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। বহুতলগুলিতে হামাসের কম্যান্ড অ্যান্ড কন্ট্রোলসেন্টার ছিল বলে ইজরায়েলের অভিযোগ।

গাজার বাসিন্দাদের উপরে প্রতিশোধ নিতে ইজরায়েল এই অভূতপর্ব আক্রমণ চালাচ্ছে বলে হামাসের তরফে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি হামাস সূত্রে খবর, মিশরের পক্ষ থেকে আরও একটি যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। ইজরায়েলের প্রতিক্রিয়া জানার পরে হামাস পরবর্তী পদক্ষেপ করবে বলে জানিয়েছে। এর আগে মিশরের উদ্যোগে সাত দিন চলার পরে যুদ্ধবিরতি ভেঙে যায়। মিশরের প্রশাসন সূত্রে খবর, এ বারে অনির্দিষ্ট কালের জন্য যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে। এক সঙ্গে অবিলম্বে ইজরায়েলি অবরোধও তুলে নেওয়া হবে। পাশাপাশি গাজার মৎস্যজীবীদের ভূমধ্যসাগরে মাছ ধরার অনুমতি দেওয়া হবে। মিশরের পাশাপাশি আমেরিকাও আলাদা ভাবে একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করছে বলে খবর।

Advertisement

ইজরায়েল জানিয়েছে, মঙ্গলবার হামাস ৭০টি রকেট ছুড়েছে। এর মধ্যে একটি রকেট ইজরায়েলের আসকালোনের একটি বাড়িতে পড়ে। এই ঘটনায় কয়েক জন আহত হয়েছেন। আশদোদে একটি শিশুদের স্কুলের কাছে রকেট আক্রমণ হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। লেবানন থেকেও উত্তর ইজরায়েলে রকেট হামলা হয়। লেবানন লক্ষ করে মর্টার হামলা চালায় ইজরায়েল। এ দিন গাজায় ইজরায়িলি হানায় সাত জন প্যালেস্তিনির মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement